নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটউট হাসপাতালের ষষ্ঠতলা থেকে পড়ে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে, যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। গত বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে এ ঘটনা ঘটে বলে সূত্রাপুর থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমান জানান।
তিনি বলেন, হাবিবুর রহমান নামের ওই কিশোর ডেঙ্গু জ্বর নিয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সে তার বাবা ও ভাইকে জানায়, তার গরুর মাংস খেতে ইচ্ছে করছে। তখন তারা দুজন মাংস আনতে বের হন।
“ষষ্ঠ তলার যেখানে হাবিবুর রহমান ভর্তি ছিল, ওই কক্ষের পাশে একটি বারান্দা আছে। বারান্দার রেলিং দুই ফুট মত উঁচু। ধারণা করা হচ্ছে মোবাইল ফোন হাতে নিয়ে কথা বলতে বলতে বারান্দায় গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়।” রাতেই ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, হাবিবদের বাসা রাজধানীর সবুজবাগে, একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
হাসপাতালের ষষ্ঠ তলা থেকে পড়ে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ