নিজস্ব প্রতিবেদক : আইপিও প্রক্রিয়া সমাপ্ত করা সাউথ বাংলা এগ্রিকারকালচার এন্ড কমার্স ব্যাংক(এসবিএসি) পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্ভোদনী অনুষ্ঠান এর আয়োজন করে। এতে সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ সাউথ বাংলা এগ্রিকারকালচার এন্ড কমার্স ব্যাংকের লেনদেনকে অভিনন্দন জানান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সাউথ বাংলা এগ্রিকারকালচার এন্ড কমার্স ব্যাংক এর মতো প্রতিষ্ঠান ক্যাপিটাল মার্কেট এ লিস্টেড হওয়া একটি সময় উপযোগী সিদ্ধান্ত এবং ইতিমধ্যে ৩১টি ব্যাংক ক্যাপিটাল মার্কটে রয়েছে। আজ এই এসবিএসি এর লেনদেন শুরু শেয়ারবাজারে আরও গতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। নতুন এবং খুব অল্প সময়ের মধ্যে এসবিএসি এর সফলভাবে এই ক্যাপিটাল মার্কেটে আসার জন্য তিনি ব্যবস্থাপনা পর্ষদ কে অভিনন্দন জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকারকালচার এন্ড কমার্স ব্যাংক এর মোকাদ্দেস আলি, এসিএস, এসভিপি এন্ড কোম্পানী সেক্রেটারী, আসাদুল হক, ইভিপি এন্ড হেড আব ট্রেজারী।