নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহীদদের স্মরণে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আজ শুক্রবার সকাল ১১টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা করা হবে। অপরদিকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্মে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। গতকাল বৃহস্পতিবার সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা করা হয়।