ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর থেকে

  • আপডেট সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আবারও ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ অক্টোবর শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ অক্টোবর শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এতে পরীক্ষার নতুন সময়সূচির সাথে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা প্রকাশ করা হয়েছে। এর আগে তিনবার ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মহামারি করোনা ও লকডাউন বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পেছায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭ অক্টোবর ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। যা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ নভেম্বর ‘বি-১’ও ডি-১’উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ১২ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর থেকে

আপডেট সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : আবারও ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ অক্টোবর শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ অক্টোবর শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এতে পরীক্ষার নতুন সময়সূচির সাথে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা প্রকাশ করা হয়েছে। এর আগে তিনবার ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মহামারি করোনা ও লকডাউন বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পেছায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭ অক্টোবর ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। যা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ নভেম্বর ‘বি-১’ও ডি-১’উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ১২ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।