ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

পর্দায় ফারহান-নিহার ভালোবাসার গল্প

  • আপডেট সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: রনির বয়স ২৫-২৬ বছর। মামাকে বিয়ে করানোর জন্য পাত্রী দেখতে গিয়ে একই বাড়ির আরেক মেয়ের প্রেমে পড়ে। এই মেয়ের মন জয় করাই তার জীবনে লক্ষ্য হয়ে যায়। অন্যদিকে, তিথি নামের এই মেয়ে বাবা-মায়ের একমাত্র সন্তান। রূপে-গুণে অসাধারণ। তার ফুপুর বিয়ের জন্য যখন পাত্র পক্ষ দেখতে আসে, তখন পরিচয় হয় রনির সঙ্গে। ক্রমশ তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিষয়টি নিয়ে তৈরি হয় পারিবারিক জটিলতা। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘একবার বলো ভালোবাসি’ নাটকের কাহিনি। বিশ্ব ভালোবাসা দিবসের জন্য নির্মিত বিশেষ এই নাটকে রনি চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং তিথি চরিত্রে নাজনীন নাহার নিহা। রনির মামার চরিত্রে অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু। সিএমভির ব্যানারে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মিফতা আনান। নির্মাতা জানান, এটি মূলত প্রেমিক-প্রেমিকার পালিয়ে বিয়ে করার একটি গল্প। যেখানে পারিবারিক বন্ধনও ফুটে উঠেছে। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ১৪ ফেব্রুয়ারির আগেই ‘একবার বলো ভালোবাসি’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পর্দায় ফারহান-নিহার ভালোবাসার গল্প

আপডেট সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: রনির বয়স ২৫-২৬ বছর। মামাকে বিয়ে করানোর জন্য পাত্রী দেখতে গিয়ে একই বাড়ির আরেক মেয়ের প্রেমে পড়ে। এই মেয়ের মন জয় করাই তার জীবনে লক্ষ্য হয়ে যায়। অন্যদিকে, তিথি নামের এই মেয়ে বাবা-মায়ের একমাত্র সন্তান। রূপে-গুণে অসাধারণ। তার ফুপুর বিয়ের জন্য যখন পাত্র পক্ষ দেখতে আসে, তখন পরিচয় হয় রনির সঙ্গে। ক্রমশ তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিষয়টি নিয়ে তৈরি হয় পারিবারিক জটিলতা। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘একবার বলো ভালোবাসি’ নাটকের কাহিনি। বিশ্ব ভালোবাসা দিবসের জন্য নির্মিত বিশেষ এই নাটকে রনি চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং তিথি চরিত্রে নাজনীন নাহার নিহা। রনির মামার চরিত্রে অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু। সিএমভির ব্যানারে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মিফতা আনান। নির্মাতা জানান, এটি মূলত প্রেমিক-প্রেমিকার পালিয়ে বিয়ে করার একটি গল্প। যেখানে পারিবারিক বন্ধনও ফুটে উঠেছে। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ১৪ ফেব্রুয়ারির আগেই ‘একবার বলো ভালোবাসি’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।