ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

হিমাচলে ভূমিধসে নিহত ১৩, নিখোঁজ ৩০

  • আপডেট সময় : ১১:৫১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের কিন্নার জেলায় ভূমিধসে ১৩ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। বুধবার (১১ আগস্ট) বিকেলে কিন্নরের রেকং পিও-শিমলা মহাসড়কে এ ভূমিধসের ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিধসে একটি সরকারি বাস, একটি ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন ধ্বসংস্তূপে চাপা পড়ে। শিমলাগামী বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে ২৫ থেকে ৩০ জন আটকা পড়েছেন বা মাটিচাপা পড়েছেন। এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
একটি ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে বোল্ডার এবং পাথরখ- এসে মহাসড়কে যানবাহনের ওপর আছড়ে পড়ে। পরে ঘটনস্থালে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের (আইটিবিপি) প্রায় ২০০ সদস্যকে উদ্ধার তৎপরতা চালানোর জন্য মোতায়েন করা হয়।
সেসময় আইটিবিপির মুখপাত্র বিবেক পান্ডে বলেন, ‘সারারাত উদ্ধার অভিযান চালানো হতে পারে বলে আমরা আশা করছি। বর্তমানে ওই এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। তিনি বলেন, ‘আমি পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি। বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।’
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
গত কয়েক সপ্তাহে ভারী বৃষ্টিপাতে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। গত মাসেও কিন্নরের একটি এলাকায় বোল্ডার (বড় পাথর) পড়ে একটি প্রাইভেটকারের ৯ যাত্রী নিহত হন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

হিমাচলে ভূমিধসে নিহত ১৩, নিখোঁজ ৩০

আপডেট সময় : ১১:৫১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশের কিন্নার জেলায় ভূমিধসে ১৩ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। বুধবার (১১ আগস্ট) বিকেলে কিন্নরের রেকং পিও-শিমলা মহাসড়কে এ ভূমিধসের ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিধসে একটি সরকারি বাস, একটি ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন ধ্বসংস্তূপে চাপা পড়ে। শিমলাগামী বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে ২৫ থেকে ৩০ জন আটকা পড়েছেন বা মাটিচাপা পড়েছেন। এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
একটি ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে বোল্ডার এবং পাথরখ- এসে মহাসড়কে যানবাহনের ওপর আছড়ে পড়ে। পরে ঘটনস্থালে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের (আইটিবিপি) প্রায় ২০০ সদস্যকে উদ্ধার তৎপরতা চালানোর জন্য মোতায়েন করা হয়।
সেসময় আইটিবিপির মুখপাত্র বিবেক পান্ডে বলেন, ‘সারারাত উদ্ধার অভিযান চালানো হতে পারে বলে আমরা আশা করছি। বর্তমানে ওই এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। তিনি বলেন, ‘আমি পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি। বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।’
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
গত কয়েক সপ্তাহে ভারী বৃষ্টিপাতে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। গত মাসেও কিন্নরের একটি এলাকায় বোল্ডার (বড় পাথর) পড়ে একটি প্রাইভেটকারের ৯ যাত্রী নিহত হন।