প্রত্যাশা ডেস্ক : দেশের অভিনয় অঙ্গনের অন্যতম গুণী শিল্পী আহমেদ রুবেল আর নেই। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। অভিনয়শিল্পী সংঘের সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক অভিনেতাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
এদিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ারে অংশ নেওয়ার কথা ছিল তার। সেই লক্ষ্যে বাসা থেকে রওনাও দিয়েছিলেন। শপিং মলের পার্কিংয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি আর পৃথিবীতে নেই।
তার পুরো নাম আহমেদ রেজা রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে তার জন্ম। পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তাঁর মাতুলালয় (নানির বাড়ি)। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
মঞ্চনাটক দিয়েই তার উঠে আসা। নন্দিত নাট্যকার সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’-এ কাজের মাধ্যমেই তার পথচলার সূচনা। এরপর টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।
বলা হয়, দেশের অন্যতম আন্ডাররেটেড অভিনেতা আহমেদ রুবেল। যাকে শোবিজ অঙ্গন যথার্থ ব্যবহার করতে পারেনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে চন্দ্রকথা, ব্যাচেলর, শ্যামল ছায়া, গেরিলা, জোনাকির আলো, লাল মোরগের ঝুঁটি, চিরঞ্জীব মুজিব ইত্যাদি। কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের বহু নাটকে কাজ করেছেন রুবেল। এছাড়াও টিভিতে তার নাটকের সংখ্যা শতাধিক।
নতুন ছবি ‘পেয়ারার সুবাস’র কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছিল। নানা কারণে মুক্তির আলোয় আসতে বিলম্ব। কিন্তু যখনই ছবিটি মুক্তির দ্বারপ্রান্তে এলো, আহমেদ রুবেল উড়াল দিলেন না ফেরার দেশে। আগামী ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান প্রমুখ।
সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’-তে অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
এরপর একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করেন। ‘প্রেত’ নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর পরিচালক আহির আলম। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করেন। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় (চলচ্চিত্রে) পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।
২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চেও কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি। ২০১৪ সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত ‘পারাপার’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন।