ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

জাপানের উপকূলে জাহাজ ভেঙে দুই টুকরা, ছড়াচ্ছে তেল

  • আপডেট সময় : ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে একটি বন্দরের কাছে পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ভেঙে দুই টুকরা হয়ে গেছে। ভেঙে যাওয়া নৌযানটি থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ছে বলে জাপানের কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
গত বুধবার স্থানীয় সময় সকালে হাচিনোহে বন্দরের কাছে নোঙর করার সময় ‘ক্রিমসন পোলারিস’ নামের জাহাজটি ডুবো কোনো পাহাড় অথবা পাথরে আটকা পড়ে।
ছোট ছোট টুকরো কাঠ বহনকারী জাহাজটিকে পরে উদ্ধার পেলেও এর পাটাতনের কাছে ফাটল দেখা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে। রয়টার্স জানায়, নিজেকে মুক্ত করতে পারলেও খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি বেশি দূর যেতে পারেনি এবং শেষ পর্যন্ত বন্দর থেকে প্রায় চার কিলোমিটার দূরে নোঙর করে।
এক পর্যায়ে পাটাতনের ওই ফাটল আরও বড় হয় এবং জাহাজটি ভেঙে দুই টুকরা হয়ে যায়। জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটি থেকে তেল ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার সকালে সাগরে পাঁচ দশমিক এক কিলোমিটার দীর্ঘ এবং এক কিলোমিটার চওড়া তেলের আস্তরণও দেখা গেছে।
জাহাজটিতে চীন ও ফিলিপিন্সের ২১ ক্রু ছিল। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তেল পড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তেল তীরে পৌঁছানোর কোনো লক্ষণ নেই বলে আশ্বস্ত করেছে কোস্ট গার্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল নৌকাগুলো ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে তারা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

জাপানের উপকূলে জাহাজ ভেঙে দুই টুকরা, ছড়াচ্ছে তেল

আপডেট সময় : ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে একটি বন্দরের কাছে পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ভেঙে দুই টুকরা হয়ে গেছে। ভেঙে যাওয়া নৌযানটি থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ছে বলে জাপানের কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
গত বুধবার স্থানীয় সময় সকালে হাচিনোহে বন্দরের কাছে নোঙর করার সময় ‘ক্রিমসন পোলারিস’ নামের জাহাজটি ডুবো কোনো পাহাড় অথবা পাথরে আটকা পড়ে।
ছোট ছোট টুকরো কাঠ বহনকারী জাহাজটিকে পরে উদ্ধার পেলেও এর পাটাতনের কাছে ফাটল দেখা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে। রয়টার্স জানায়, নিজেকে মুক্ত করতে পারলেও খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি বেশি দূর যেতে পারেনি এবং শেষ পর্যন্ত বন্দর থেকে প্রায় চার কিলোমিটার দূরে নোঙর করে।
এক পর্যায়ে পাটাতনের ওই ফাটল আরও বড় হয় এবং জাহাজটি ভেঙে দুই টুকরা হয়ে যায়। জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটি থেকে তেল ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার সকালে সাগরে পাঁচ দশমিক এক কিলোমিটার দীর্ঘ এবং এক কিলোমিটার চওড়া তেলের আস্তরণও দেখা গেছে।
জাহাজটিতে চীন ও ফিলিপিন্সের ২১ ক্রু ছিল। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তেল পড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তেল তীরে পৌঁছানোর কোনো লক্ষণ নেই বলে আশ্বস্ত করেছে কোস্ট গার্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল নৌকাগুলো ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে তারা।