ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

বুড়িগঙ্গা থেকে লালকুঠি দেখাতে দক্ষিণ সিটির উদ্যোগ

  • আপডেট সময় : ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : বুড়িগঙ্গা নদী থেকে লালকুঠিকে যেন দেখতে পাওয়া যায়, সে জন্য উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। যে কারণে নৌ-পরিবহন মন্ত্রণালয়, দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটিএর প্রতিনিধি নিয়ে ৬ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।
গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। সরেজমিন পরিদর্শন করে কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এই ৬ সদস্যের কমিটি গঠন করে দেন। সচিব আকরামুজ্জামান জানান, এই কমিটিকে লালকুঠির দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত ৪৫ ডিগ্রি কৌণিক অংশে বিদ্যমান লঞ্চঘাটসহ সকল স্থাপনা সরেজমিন পরিদর্শন করে ৭ দিনের মধ্যে অপসারণ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে। আর কমিটির বাকি সদস্যের মধ্যে রাখা হয় ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, ডিএসসিসির অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল ৪ এর নির্বাহী প্রকৌশলী (পুর), নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব পদ মর্যাদার একজন প্রতিনিধি এবং বিআইডব্লিউটির পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

বুড়িগঙ্গা থেকে লালকুঠি দেখাতে দক্ষিণ সিটির উদ্যোগ

আপডেট সময় : ১০:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

মহানগর প্রতিবেদন : বুড়িগঙ্গা নদী থেকে লালকুঠিকে যেন দেখতে পাওয়া যায়, সে জন্য উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। যে কারণে নৌ-পরিবহন মন্ত্রণালয়, দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিআইডব্লিউটিএর প্রতিনিধি নিয়ে ৬ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।
গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। সরেজমিন পরিদর্শন করে কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এই ৬ সদস্যের কমিটি গঠন করে দেন। সচিব আকরামুজ্জামান জানান, এই কমিটিকে লালকুঠির দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত ৪৫ ডিগ্রি কৌণিক অংশে বিদ্যমান লঞ্চঘাটসহ সকল স্থাপনা সরেজমিন পরিদর্শন করে ৭ দিনের মধ্যে অপসারণ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে। আর কমিটির বাকি সদস্যের মধ্যে রাখা হয় ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, ডিএসসিসির অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল ৪ এর নির্বাহী প্রকৌশলী (পুর), নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব পদ মর্যাদার একজন প্রতিনিধি এবং বিআইডব্লিউটির পরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি।