ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

শোকের ধারা

  • আপডেট সময় : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে

সুজন দাশ : জাতির ঘাড়ে জগদ্দলের চাপিয়ে থাকা বোঝা,
হটিয়ে দিলে সিংহ নাদে তাড়িয়ে দিলে সোজা।
বজ্রে কন্ঠে তোমার ভাষণ,
পায় যে জগত সেরার আসন!
নাড়িয়ে দিলে দুঃশাসনের স্বপ্নে মাথা গোঁজা।

জাগলো জাতি জাগলো বিবেক পথের দিশা পেয়ে,
মাতৃভূমির উদ্ধারে সব আসল ছুটে ধেয়ে।
অস্ত্র হাতেই যুদ্ধ করে,
আনল বিজয় নিজের ঘরে।
রক্ত দামে কিনল স্বদেশ দুখের সিঁড়ি বেয়ে।

ষড়যন্ত্রে শত্রু আবার পিছন দিকে মাতে,
দোষর যারা এই দেশীয় হাত মিলালো হাতে।
ছুটিয়ে দিয়ে লোভের ঘোড়া,
তোমায় করে টার্গেট ওরা!
হত্যা করে জঘন্যতম নৃশংস সেই রাতে!

কাঁদে আকাশ বাতাস কাঁদে কাঁদে সূর্য তারা,
কাঁদে পাখি পাহাড় নদী কাঁদে ঝরণাধারা!
লুটিয়ে পড় জাতির পিতা,
বঙ্গভূমির পরম মিতা!
অনাথ হলো গোটা জাতি বইল শোকের ধারা!

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোকের ধারা

আপডেট সময় : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

সুজন দাশ : জাতির ঘাড়ে জগদ্দলের চাপিয়ে থাকা বোঝা,
হটিয়ে দিলে সিংহ নাদে তাড়িয়ে দিলে সোজা।
বজ্রে কন্ঠে তোমার ভাষণ,
পায় যে জগত সেরার আসন!
নাড়িয়ে দিলে দুঃশাসনের স্বপ্নে মাথা গোঁজা।

জাগলো জাতি জাগলো বিবেক পথের দিশা পেয়ে,
মাতৃভূমির উদ্ধারে সব আসল ছুটে ধেয়ে।
অস্ত্র হাতেই যুদ্ধ করে,
আনল বিজয় নিজের ঘরে।
রক্ত দামে কিনল স্বদেশ দুখের সিঁড়ি বেয়ে।

ষড়যন্ত্রে শত্রু আবার পিছন দিকে মাতে,
দোষর যারা এই দেশীয় হাত মিলালো হাতে।
ছুটিয়ে দিয়ে লোভের ঘোড়া,
তোমায় করে টার্গেট ওরা!
হত্যা করে জঘন্যতম নৃশংস সেই রাতে!

কাঁদে আকাশ বাতাস কাঁদে কাঁদে সূর্য তারা,
কাঁদে পাখি পাহাড় নদী কাঁদে ঝরণাধারা!
লুটিয়ে পড় জাতির পিতা,
বঙ্গভূমির পরম মিতা!
অনাথ হলো গোটা জাতি বইল শোকের ধারা!