ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপির মিছিল

  • আপডেট সময় : ০২:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়ে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর এলাকায় দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের নেতৃত্বে মিছিলে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দয়াগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনসহ বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিকেল পাঁচটায় কাকরাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক মো. রফিকূল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান, হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন। এদিকে মতিঝিল এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় নেতাকর্মীদের নিয়ে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয় পরে সেখান থেকে পুলিশি হয়রানি এড়াতে কর্মসূচি পালন থেকে বিরত থাকেন তিনি। উত্তরা এলাকায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নেতাকর্মীদের নিয়ে জড়ো হলে সেখান থেকে পুলিশ তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এই সংসদ জনগণের নয়: রিজভী: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে আজ মঙ্গলবার যে সংসদের যাত্রা শুরু হচ্ছে, তা (সংসদ) জনগণের নয়।
গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ। নতুন এই সংসদের প্রথম অধিবেশন আজ বেলা তিনটায় শুরু হবে। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হচ্ছে আজ। অদ্ভুত সরকারের অভিনব কিসিমের অদ্ভুত এই সংসদের সব সদস্যই এক দলের। এই সংসদে বিরোধী দল কারা হবে, তারা কে কী বলবে-করবে, স্বতন্ত্রদের ভূমিকা কী হবেÑসবকিছুই পুতুল খেলার মতো। সুতার গোড়া ধরে রাখবেন একজন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তথাকথিত দ্বাদশ জাতীয় সংসদকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই সংসদ জনগণের নয়। নামে, বেনামে ও ছদ্মনামে এই সংসদের সবাই আওয়ামী লীগের লোক। রিজভী বলেন, এই সংসদে আওয়ামী লীগ এককভাবেই নিয়েছে ২২৩ আসন। ৬২ জন স্বতন্ত্র সদস্যের ৫৮ জনই আওয়ামী লীগের নেতা। আর জাতীয় পার্টি শেখ হাসিনার আশীর্বাদের বিরোধী দল। তিনি দয়া করে জাপাকে ১১টি আসন ছেড়ে দিয়েছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ নতুন নতুন অশুভ পরিকল্পনার মাধ্যমে জনগণকে বঞ্চিত করে ক্ষমতা ধরে রাখছে। এবারও তারা সাড়ে ১২ কোটি ভোটারকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতার নেশায় আচ্ছন্ন। জনগণের ইচ্ছা-অনিচ্ছা আওয়ামী লীগের কাছে মূল্যহীন। রিজভী বলেন, একটি রাজনৈতিক দলের টিকে থাকার প্রধান ভিত্তি জনসমর্থন। আওয়ামী লীগের জনভিত্তি ধসে গেছে। সে কারণে দলটির নেতারা আবোলতাবোল বলেন। ওবায়দুল কাদের, হাছান মাহমুদদের কথার কোনো মূল্য জনগণের কাছে নেই। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সাতক্ষীরার যুবদল নেতা আবদুস সাত্তার গতকাল সোমবার রাতে জেলা কারাগারে মারা গেছেন। নির্যাতনের কারণে তিনি অসুস্থ ছিলেন। বিনা চিকিৎসায় কারাগারে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপির মিছিল

আপডেট সময় : ০২:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়ে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর এলাকায় দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের নেতৃত্বে মিছিলে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দয়াগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনসহ বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিকেল পাঁচটায় কাকরাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক মো. রফিকূল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান, হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন। এদিকে মতিঝিল এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় নেতাকর্মীদের নিয়ে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয় পরে সেখান থেকে পুলিশি হয়রানি এড়াতে কর্মসূচি পালন থেকে বিরত থাকেন তিনি। উত্তরা এলাকায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নেতাকর্মীদের নিয়ে জড়ো হলে সেখান থেকে পুলিশ তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এই সংসদ জনগণের নয়: রিজভী: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে আজ মঙ্গলবার যে সংসদের যাত্রা শুরু হচ্ছে, তা (সংসদ) জনগণের নয়।
গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ। নতুন এই সংসদের প্রথম অধিবেশন আজ বেলা তিনটায় শুরু হবে। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হচ্ছে আজ। অদ্ভুত সরকারের অভিনব কিসিমের অদ্ভুত এই সংসদের সব সদস্যই এক দলের। এই সংসদে বিরোধী দল কারা হবে, তারা কে কী বলবে-করবে, স্বতন্ত্রদের ভূমিকা কী হবেÑসবকিছুই পুতুল খেলার মতো। সুতার গোড়া ধরে রাখবেন একজন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তথাকথিত দ্বাদশ জাতীয় সংসদকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই সংসদ জনগণের নয়। নামে, বেনামে ও ছদ্মনামে এই সংসদের সবাই আওয়ামী লীগের লোক। রিজভী বলেন, এই সংসদে আওয়ামী লীগ এককভাবেই নিয়েছে ২২৩ আসন। ৬২ জন স্বতন্ত্র সদস্যের ৫৮ জনই আওয়ামী লীগের নেতা। আর জাতীয় পার্টি শেখ হাসিনার আশীর্বাদের বিরোধী দল। তিনি দয়া করে জাপাকে ১১টি আসন ছেড়ে দিয়েছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ নতুন নতুন অশুভ পরিকল্পনার মাধ্যমে জনগণকে বঞ্চিত করে ক্ষমতা ধরে রাখছে। এবারও তারা সাড়ে ১২ কোটি ভোটারকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতার নেশায় আচ্ছন্ন। জনগণের ইচ্ছা-অনিচ্ছা আওয়ামী লীগের কাছে মূল্যহীন। রিজভী বলেন, একটি রাজনৈতিক দলের টিকে থাকার প্রধান ভিত্তি জনসমর্থন। আওয়ামী লীগের জনভিত্তি ধসে গেছে। সে কারণে দলটির নেতারা আবোলতাবোল বলেন। ওবায়দুল কাদের, হাছান মাহমুদদের কথার কোনো মূল্য জনগণের কাছে নেই। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সাতক্ষীরার যুবদল নেতা আবদুস সাত্তার গতকাল সোমবার রাতে জেলা কারাগারে মারা গেছেন। নির্যাতনের কারণে তিনি অসুস্থ ছিলেন। বিনা চিকিৎসায় কারাগারে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।