ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

আল-আরাফাহ ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান

  • আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সেলিম রহমান। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া। সোমবার পর্ষদের ৩৬২তম সভায় সর্বসম্মতিক্রমে দুজনকে এ পদে নির্বাচিত করা হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগ দেয়ার আগে তিনি একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ১৫ বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন সেলিম রহমান। সেলিম রহমানের জন্ম চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা আলহাজ খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, কেডিএস অ্যাপারেলস লিমিটেড, কেডিএস লজিস্টিকস লিমিটেড, কেডিএস আইডিআর লিমিটেড, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টিল এক্সেসরিজ লিমিটেড এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া কুমিল্লার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা এ. কে. এম. আবু তাহের বিশিষ্ট শিল্পপতি এবং ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান। আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে শিক্ষাজীবন শেষ করে দেশে ফিরে ব্যবসা ও শিল্প ব্যবস্থাপনায় নিযুক্ত হন। বর্তমানে তিনি পূর্বাচল স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, পূর্বাচল ডিলার্স লি., পূর্বাচল এক্সক্লুসিভ লি. এবং বেকো ফিডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস ও ইনটেক লিমিটেডের পরিচালক এবং পূর্বাচল গ্যাস ফিলিংয়ের স্বত্বাধিকারী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আল-আরাফাহ ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান

আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

অর্থ-বাণিজ্য ডেস্ক : আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সেলিম রহমান। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া। সোমবার পর্ষদের ৩৬২তম সভায় সর্বসম্মতিক্রমে দুজনকে এ পদে নির্বাচিত করা হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগ দেয়ার আগে তিনি একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ১৫ বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন সেলিম রহমান। সেলিম রহমানের জন্ম চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা আলহাজ খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, কেডিএস অ্যাপারেলস লিমিটেড, কেডিএস লজিস্টিকস লিমিটেড, কেডিএস আইডিআর লিমিটেড, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টিল এক্সেসরিজ লিমিটেড এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া কুমিল্লার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা এ. কে. এম. আবু তাহের বিশিষ্ট শিল্পপতি এবং ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান। আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে শিক্ষাজীবন শেষ করে দেশে ফিরে ব্যবসা ও শিল্প ব্যবস্থাপনায় নিযুক্ত হন। বর্তমানে তিনি পূর্বাচল স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, পূর্বাচল ডিলার্স লি., পূর্বাচল এক্সক্লুসিভ লি. এবং বেকো ফিডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস ও ইনটেক লিমিটেডের পরিচালক এবং পূর্বাচল গ্যাস ফিলিংয়ের স্বত্বাধিকারী।