ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

গণটিকা কার্যক্রম ব্যর্থ: জি এম কাদের

  • আপডেট সময় : ০১:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সারারাত লাইনে বসে থেকে করোনাভাইরাসের টিকা না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারের গণটিকা কার্যক্রম ‘ব্যর্থ’।

গতকাল বুধবার ঢাকার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংসদের বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, “গণটিকা কর্মসূচি সফল করে সারা বিশ্ব যখন সব কিছু স্বাভাবিক করে ফেলছে, তখন আমাদের দেশে শতশত মানুষ এক ডোজ টিকার জন্য সারারাত লাইনে বসে রাত কাটিয়েছেন।
“বিশেষ করে বয়োবৃদ্ধরা সীমাহীন ভোগান্তিতে রাত কাটিয়েছেন শুধু এক ডোজ করোনা টিকা পাওয়ার আশায়। কারণ, গেল কয়েকদিন তারা বিভিন্ন কেন্দ্রে ঘুরেও টিকা পায়নি। জাতির জন্য এর চেয়ে লজ্জাজনক সংবাদ আর হতে পারে না। টিকার জন্য সারা রাত শতশত নারী-পুরুষ লাইনে বসে রাত কাটানোর ঘটনা মূল্যায়ন করলেই প্রমাণ হবে গণটিকা কার্যক্রম কতটা ব্যর্থ।”
গত ফেব্রুয়ারিতে দেশে টিকাদান শুরুর পর নিবন্ধনের মাধ্যমে শুধু টিকা দেওয়া হচ্ছিল। তাতে নিবন্ধনের পর টিকাগ্রহীতার মোবাইল ফোনে এসএমএস যায়, তাতে টিকাগ্রহণের তারিখ ও কেন্দ্রে উল্লেখ করা থাকে।
কিন্তু গত ৭ অগাস্ট ব্যাপকভিত্তিক টিকাদান শুরুর পর নিবন্ধন ছাড়াই টিকা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এতে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলাও দেখা দিয়েছে। চাহিদার তুলনায় টিকা কম থাকায় অনেককে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণসভা ও দোয়ার জন্য আয়োজন করা ওই অনুষ্ঠানে জি এম কাদের বলেন, “টিকা নিয়ে একেক মন্ত্রী একেক ধরনের কথা বলছেন। মন্ত্রীদের কথা এখন আর মানুষ জানতে চায় না। তাদের বক্তব্যে দেশের মানুষ সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। বাস্তবতা হল, সরকার যা করতে বলছে, দেশের মানুষ এখন আর তা করতে আগ্রহবোধ করছে না।”
সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, উপজেলা পর্যায়েও কোভিড রোগীদের অক্সিজেন পাওয়া নিশ্চিত করার আহ্বান জানান। জাতীয় পাটি করোনাভাইরাস মহামারীকালে সরকারকে সহায়তা করতে ‘প্রস্তুত’ বলেও জানান তিনি।
জাতীয় ওলামা পার্টি আয়োজিত ওই অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “করোনার চিকিৎসা নিয়ে সরকার অনেক বড় বড় কথা বলেছেন, অনেক আস্ফালন করেছেন। বলেছেন, আমরা নাকি করোনার চেয়েও শক্তিশালী। অথচ, চিকিৎসা পেতে ছুটতে গিয়ে দেশের মানুষ পথে-ঘাটে-গাড়িতে ও অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে করোনা কিন্তু চিকিৎসা নেই। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল।”

তিনি বলেন, “আমাদের যেখানে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে, সেখানে মাত্র ৩ ভাগ মানুষ করোনার টিকা পেয়েছে। সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে তামাশা করছে, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, সভাপতিম-লীর সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শামীম হায়দার পাটোয়ারী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গণটিকা কার্যক্রম ব্যর্থ: জি এম কাদের

আপডেট সময় : ০১:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : সারারাত লাইনে বসে থেকে করোনাভাইরাসের টিকা না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারের গণটিকা কার্যক্রম ‘ব্যর্থ’।

গতকাল বুধবার ঢাকার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংসদের বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, “গণটিকা কর্মসূচি সফল করে সারা বিশ্ব যখন সব কিছু স্বাভাবিক করে ফেলছে, তখন আমাদের দেশে শতশত মানুষ এক ডোজ টিকার জন্য সারারাত লাইনে বসে রাত কাটিয়েছেন।
“বিশেষ করে বয়োবৃদ্ধরা সীমাহীন ভোগান্তিতে রাত কাটিয়েছেন শুধু এক ডোজ করোনা টিকা পাওয়ার আশায়। কারণ, গেল কয়েকদিন তারা বিভিন্ন কেন্দ্রে ঘুরেও টিকা পায়নি। জাতির জন্য এর চেয়ে লজ্জাজনক সংবাদ আর হতে পারে না। টিকার জন্য সারা রাত শতশত নারী-পুরুষ লাইনে বসে রাত কাটানোর ঘটনা মূল্যায়ন করলেই প্রমাণ হবে গণটিকা কার্যক্রম কতটা ব্যর্থ।”
গত ফেব্রুয়ারিতে দেশে টিকাদান শুরুর পর নিবন্ধনের মাধ্যমে শুধু টিকা দেওয়া হচ্ছিল। তাতে নিবন্ধনের পর টিকাগ্রহীতার মোবাইল ফোনে এসএমএস যায়, তাতে টিকাগ্রহণের তারিখ ও কেন্দ্রে উল্লেখ করা থাকে।
কিন্তু গত ৭ অগাস্ট ব্যাপকভিত্তিক টিকাদান শুরুর পর নিবন্ধন ছাড়াই টিকা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এতে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলাও দেখা দিয়েছে। চাহিদার তুলনায় টিকা কম থাকায় অনেককে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণসভা ও দোয়ার জন্য আয়োজন করা ওই অনুষ্ঠানে জি এম কাদের বলেন, “টিকা নিয়ে একেক মন্ত্রী একেক ধরনের কথা বলছেন। মন্ত্রীদের কথা এখন আর মানুষ জানতে চায় না। তাদের বক্তব্যে দেশের মানুষ সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। বাস্তবতা হল, সরকার যা করতে বলছে, দেশের মানুষ এখন আর তা করতে আগ্রহবোধ করছে না।”
সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, উপজেলা পর্যায়েও কোভিড রোগীদের অক্সিজেন পাওয়া নিশ্চিত করার আহ্বান জানান। জাতীয় পাটি করোনাভাইরাস মহামারীকালে সরকারকে সহায়তা করতে ‘প্রস্তুত’ বলেও জানান তিনি।
জাতীয় ওলামা পার্টি আয়োজিত ওই অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “করোনার চিকিৎসা নিয়ে সরকার অনেক বড় বড় কথা বলেছেন, অনেক আস্ফালন করেছেন। বলেছেন, আমরা নাকি করোনার চেয়েও শক্তিশালী। অথচ, চিকিৎসা পেতে ছুটতে গিয়ে দেশের মানুষ পথে-ঘাটে-গাড়িতে ও অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে করোনা কিন্তু চিকিৎসা নেই। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল।”

তিনি বলেন, “আমাদের যেখানে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে, সেখানে মাত্র ৩ ভাগ মানুষ করোনার টিকা পেয়েছে। সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে তামাশা করছে, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, সভাপতিম-লীর সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শামীম হায়দার পাটোয়ারী।