ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই: আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০২:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কূটনৈতিক সংকট আমি বলবো না। নির্বাচনের পরে আপনারাও দেখেছেনÑসেরকম কোনও কূটনৈতিক সংকট বা সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই।
গতকাল সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারিত্ব) রয়েছে, সেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টকরণÑএগুলো সবসময় প্রয়োজন হয়। সেসব সমস্যা এবং আমাদের আইনের যে অবকাঠামো, সেটা অনেক দিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারতের) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভব কিনা, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি, সেগুলো ভারতে সম্ভব আছে কিনাÑসেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’
আনিসুল হক বলেন, ‘ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে।’

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতের মতো জবাব দেওয়া হবে, আফগানিস্তানকে হুঁশিয়ারি পাকিস্তানের

কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই: আইনমন্ত্রী

আপডেট সময় : ০২:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কূটনৈতিক সংকট আমি বলবো না। নির্বাচনের পরে আপনারাও দেখেছেনÑসেরকম কোনও কূটনৈতিক সংকট বা সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই।
গতকাল সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারিত্ব) রয়েছে, সেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টকরণÑএগুলো সবসময় প্রয়োজন হয়। সেসব সমস্যা এবং আমাদের আইনের যে অবকাঠামো, সেটা অনেক দিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারতের) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভব কিনা, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি, সেগুলো ভারতে সম্ভব আছে কিনাÑসেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’
আনিসুল হক বলেন, ‘ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে।’