ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

মেয়ের মৃত্যু সংবাদে মায়ের মৃত্যু

  • আপডেট সময় : ১২:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের বাসিন্দা আকলিমা খাতুন (৬০) করোনা আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সঙ্গে করোনা উপসর্গ ও বার্ধক্যজনিত শারীরিক জটিলতা নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তার মা আলিয়া বেগম (৭৮)। মঙ্গলবার সকালে মারা যান আকলিমা। মেয়ের মৃত্যুর খবর হাসপাতালে চিকিৎসাধীন মাকে জানানো হলে তিনিও মারা যান। জানা যায়, আকলিমা খাতুনের করোনার উপসর্গ দেখা দিলে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এরপর ১০ আগস্ট সকালে মারা যান আকলিমা। মেয়ের মরদেহ রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামে নিয়ে আসা হলে মা আলিয়া তখনো জানতেন না তার আদরের মেয়ে আকলিমা আর নেই। আকলিমার পরিবার তার দাফনের ব্যবস্থা করছিল। ঠিক তখন মেয়ের মৃত্যুর খবর মাকে জানানো হয়। এর কিছু সময় পর আলিয়া স্ট্রোক করে মারা যান। এরপর তার মরদেহটিও বাড়িতে আনা হয়। পাশাপাশি কবরে মা-মেয়েকে দাফন করা হয়। মা-মেয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকা জুড়ে নেমে আসা শোকের ছায়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

মেয়ের মৃত্যু সংবাদে মায়ের মৃত্যু

আপডেট সময় : ১২:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের বাসিন্দা আকলিমা খাতুন (৬০) করোনা আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সঙ্গে করোনা উপসর্গ ও বার্ধক্যজনিত শারীরিক জটিলতা নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তার মা আলিয়া বেগম (৭৮)। মঙ্গলবার সকালে মারা যান আকলিমা। মেয়ের মৃত্যুর খবর হাসপাতালে চিকিৎসাধীন মাকে জানানো হলে তিনিও মারা যান। জানা যায়, আকলিমা খাতুনের করোনার উপসর্গ দেখা দিলে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এরপর ১০ আগস্ট সকালে মারা যান আকলিমা। মেয়ের মরদেহ রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামে নিয়ে আসা হলে মা আলিয়া তখনো জানতেন না তার আদরের মেয়ে আকলিমা আর নেই। আকলিমার পরিবার তার দাফনের ব্যবস্থা করছিল। ঠিক তখন মেয়ের মৃত্যুর খবর মাকে জানানো হয়। এর কিছু সময় পর আলিয়া স্ট্রোক করে মারা যান। এরপর তার মরদেহটিও বাড়িতে আনা হয়। পাশাপাশি কবরে মা-মেয়েকে দাফন করা হয়। মা-মেয়ের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকা জুড়ে নেমে আসা শোকের ছায়া।