ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

নেইমারদের সঙ্গে খেলতে উদগ্রীব মেসি

  • আপডেট সময় : ১১:৩৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ১৫৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনাতে আর মেসি নেই। তার নতুন ঠিকানা এখন ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব পিএসজি। ইতোমধ্যেই ক্লাবের সঙ্গে তার চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে। আর চুক্তি করার পরপর ক্লাব নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। এক পর্যায়ে বলেন যে, পিএসজির হয়ে মাঠে নামতে তর সইছে না তার।
আগামী ২০২৩ সাল পর্যন্ত প্যারিসভিত্তিক ক্লাবটির হয়ে খেলবেন তিনি। তবে চুক্তিতে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। চুক্তি সম্পন্ন হওয়ার পর একটি ভিডিও পোস্ট করে মেসিকে স্বাগত জানায় তার ক্লাব পিএসজি। চুক্তিতে কর বাদে মেসির বেতন ধরা হয়েছে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩৫০ কোটি টাকা। পিএসজির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তিটি হয়েছে স্থানীয় সময় রাত ১০টায়।
পিএসজিতে যোগ দিয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়ে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, ‘প্যারিস সেইন্ট জার্মেইয়ে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে।’
তিনি আরও বলেছেন, ‘ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, আমি জানি। এই ক্লাব ও এর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পার্ক দি প্রিন্সের (পিএসজির স্টেডিয়াম) মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি।’
তবে এতো আয়োজনের পরও আর্জেন্টাইন তারকা ঠিক কবে নাগাদ পিএসজির জার্সিতে খেলতে দেখা যেতে পারে? সেজন্যে মেসিভক্তদের অপেক্ষা করতে হতে পারে আরও কিছুদিন। কোপা আমেরিকা জেতার পর থেকে শেষ দুই মাস ছিলেন অখ- অবসরে। জিম করেছেন বটে, কিন্তু অনুশীলনটা করেননি মেসি। সব মিলিয়ে ম্যাচের জন্য প্রস্তুত হতে অন্তত কিছুদিন সময় তো লাগবেই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন: প্রেস সচিব

নেইমারদের সঙ্গে খেলতে উদগ্রীব মেসি

আপডেট সময় : ১১:৩৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনাতে আর মেসি নেই। তার নতুন ঠিকানা এখন ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব পিএসজি। ইতোমধ্যেই ক্লাবের সঙ্গে তার চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে। আর চুক্তি করার পরপর ক্লাব নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। এক পর্যায়ে বলেন যে, পিএসজির হয়ে মাঠে নামতে তর সইছে না তার।
আগামী ২০২৩ সাল পর্যন্ত প্যারিসভিত্তিক ক্লাবটির হয়ে খেলবেন তিনি। তবে চুক্তিতে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। চুক্তি সম্পন্ন হওয়ার পর একটি ভিডিও পোস্ট করে মেসিকে স্বাগত জানায় তার ক্লাব পিএসজি। চুক্তিতে কর বাদে মেসির বেতন ধরা হয়েছে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩৫০ কোটি টাকা। পিএসজির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তিটি হয়েছে স্থানীয় সময় রাত ১০টায়।
পিএসজিতে যোগ দিয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়ে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, ‘প্যারিস সেইন্ট জার্মেইয়ে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে।’
তিনি আরও বলেছেন, ‘ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, আমি জানি। এই ক্লাব ও এর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পার্ক দি প্রিন্সের (পিএসজির স্টেডিয়াম) মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি।’
তবে এতো আয়োজনের পরও আর্জেন্টাইন তারকা ঠিক কবে নাগাদ পিএসজির জার্সিতে খেলতে দেখা যেতে পারে? সেজন্যে মেসিভক্তদের অপেক্ষা করতে হতে পারে আরও কিছুদিন। কোপা আমেরিকা জেতার পর থেকে শেষ দুই মাস ছিলেন অখ- অবসরে। জিম করেছেন বটে, কিন্তু অনুশীলনটা করেননি মেসি। সব মিলিয়ে ম্যাচের জন্য প্রস্তুত হতে অন্তত কিছুদিন সময় তো লাগবেই।