ক্রীড়া ডেস্ক : ক্রমেই শেষ হয়ে আসছে ফুটবলারদের অবসর যাপনের সময়। একদিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্প্যানিশ লা-লিগার খেলা। সবকিছু ফের আগের মতোই হতে যাচ্ছে ঠিকই, কিন্তু আগের এক ফুটবল জাদুগরকে পাবে না স্পেনের লিগটি। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার মাধ্যমে দীর্ঘ ২১ বছর পর এবার নতুন লিগ দেখতে যাচ্ছে ফুটবলপ্রেমী জনগণ।
স্প্যানিশ লা-লিগার খেলায় শুরু হতে যাচ্ছে শুক্রবার দিবাগত রাতে। মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভ্যালেন্সিয়া এবং গেটাফে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
লা লিগা মানেই যে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা নয় সেটা গত মৌসুমে প্রমাণ করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তারা এবারো চাইবে শিরোপা ধরে রাখতে। অন্যদিকে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সামনে তাই এবার শিরোপা পুনরুদ্ধারের মিশন।
তবে নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে কিছুটা হিমশিম খেতে পারে বার্সেলোনা। কেননা গতবছর দলের অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজ ছাড়ার পর অনেক বেগ সামলেতে ক্লাবটি। আর এবার তো ক্লাব ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলারকেও পাচ্ছে না বার্সেলোনা। দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসানের পর মেসি এখন নাম লিখিয়েছে পিএসজিতে।
এদিকে দলবদলের বাজারে গতবছর নীরবই ছিল রিয়াল মাদ্রিদ। পুরনোদের ওপর ভরসা রেখে প্রথমদিকে বেশ সাফল্য পেয়েছিল তারা। কোচ জিদানের হাত ধরে প্রথমদিকে শীর্ষস্থান ধরে রাখতেও সক্ষম হয়েছিল। তবে শেষে ভালো করতে না পারায় লিগে রানারআপ হয়েই তাদের গত মৌসুম শেষ হয়।
এদিকে মৌসুমে প্রথম ভাগে আতলেতিকোর দাপট, অন্য দুই দলের অধারাবাহিকতায় মনে হচ্ছিল খুব সহজেই লিগ জিততে যাচ্ছে সিমেওনের শিষ্যরা। শেষ পর্যন্ত তীব্র প্রতিযোগিতার মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাতলেটিকো।
শুরু হচ্ছে মেসিবিহীন লা-লিগা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ