ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

উঠানে ১০১ সুইবিদ্ধ পুতুল, পরিবারে আতঙ্ক

  • আপডেট সময় : ০১:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদদাতা : লাল-সাদা রঙের একটি পুতুল। তবে পুতুলজুড়ে অসংখ্য সুই। গুনে দেখা গেলো ১০১টি সুই এতে বিদ্ধ করা আছে। পুতুলটি পড়ে ছিল বাড়ির উঠানে। এমনই ঘটনা ঘটেছে কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃত মাজেদুল ইসলামের বাড়িতে। এ ঘটনায় ওই বাড়িতে আতঙ্ক বিরাজ করছে। গতকাল সোমবার সকালে বাড়ির উঠানে পুতুলটি পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, জাদুটোনা করার জন্য কেউ হয়তো এমনটি করেছেন। ওই পরিবারের বাসিন্দা মর্জিনা বেগম (৩৬) বলেন, ‘আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে বের হই। পরে বাড়ি এসে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তাকে তৈরি করছিলাম। হঠাৎ আমার মেয়ের উঠানে পড়ে থাকা পুতুলটির ওপর নজর পড়ে। পরে পুতুলটি নিয়ে দেখি ১০১টি সুই ঢোকানো পুতুলটির গায়ে। পরে আমি আমার ভাইকে ডাকি এবং পাড়া-প্রতিবেশীদের খবর দেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের কারোর সঙ্গে বিবাদ নেই। কেন মানুষ এমনটা করলো বুঝতে পারছি না। এটা নিয়ে আমরা সবাই অনেক দুশ্চিন্তায় আছি।’ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বলেন, আমাদের এলাকার একটি বাড়িতে কে বা কারা একটি পুতুল রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুই ঢোকানো। বিষয়টি রহস্যজনক।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উঠানে ১০১ সুইবিদ্ধ পুতুল, পরিবারে আতঙ্ক

আপডেট সময় : ০১:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

কুড়িগ্রাম সংবাদদাতা : লাল-সাদা রঙের একটি পুতুল। তবে পুতুলজুড়ে অসংখ্য সুই। গুনে দেখা গেলো ১০১টি সুই এতে বিদ্ধ করা আছে। পুতুলটি পড়ে ছিল বাড়ির উঠানে। এমনই ঘটনা ঘটেছে কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃত মাজেদুল ইসলামের বাড়িতে। এ ঘটনায় ওই বাড়িতে আতঙ্ক বিরাজ করছে। গতকাল সোমবার সকালে বাড়ির উঠানে পুতুলটি পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, জাদুটোনা করার জন্য কেউ হয়তো এমনটি করেছেন। ওই পরিবারের বাসিন্দা মর্জিনা বেগম (৩৬) বলেন, ‘আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে বের হই। পরে বাড়ি এসে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তাকে তৈরি করছিলাম। হঠাৎ আমার মেয়ের উঠানে পড়ে থাকা পুতুলটির ওপর নজর পড়ে। পরে পুতুলটি নিয়ে দেখি ১০১টি সুই ঢোকানো পুতুলটির গায়ে। পরে আমি আমার ভাইকে ডাকি এবং পাড়া-প্রতিবেশীদের খবর দেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের কারোর সঙ্গে বিবাদ নেই। কেন মানুষ এমনটা করলো বুঝতে পারছি না। এটা নিয়ে আমরা সবাই অনেক দুশ্চিন্তায় আছি।’ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বলেন, আমাদের এলাকার একটি বাড়িতে কে বা কারা একটি পুতুল রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুই ঢোকানো। বিষয়টি রহস্যজনক।