বিনোদন ডেস্ক: হলিউডের সম্মানজনক পুরস্কার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ওপেনহেইমার। এই ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন ক্রিস্টোফার নোলান। পুওর থিংস-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। সকলকে চমকে দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন পল জিয়ামাটি। ‘দ্য হোল্ডওভার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা সহ অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। ‘ওপেনহেইমার’-এর জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘দ্য হোল্ডওভার্স’-এর জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ডা’ভাইন জয় র্যানডলফ। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ছবিটি। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরষ্কার স্বর্ণপাম জিতেছিল থ্রিলার ঘরানার এই ছবিটি। ড্রামা সিরিজে সেরা ‘সাকসেশন।’ কমেডি ছবিতে সেরা হয়েছে গ্রেটা গারউইগের ‘বার্বি’।
যাদের হাতে উঠলো ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড
জনপ্রিয় সংবাদ