ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিল্ডিংয়ের উন্নতি চান হাসারাঙ্গা

  • আপডেট সময় : ১১:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা লড়াইয়ে নিজেদের সম্ভাবনা তৈরি করতে ফিল্ডিং বিভাগের উন্নতির বিকল্প দেখেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা। সম্প্রতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেয়েছেন তিনি। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিংয়েই সিরিজ নিশ্চিত হয়েছে লঙ্কানদের। রবিবার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন। যেহেতু নেতৃত্বের অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়েই। বাজে ফিল্ডিং শ্রীলঙ্কার অনেক দিন ধরে মাথা ব্যথার কারণও। ওয়ানডে বিশ্বকাপেই তারা ক্যাচ ছেড়েছে ১৬টি। যার খেসারত দিয়েছে নিচ থেকে দ্বিতীয়স্থানে শেষ করে। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে লেগ স্পিনিং অলরাউন্ডারের ভাবনা এই ফিল্ডিং, ‘দলকে আমি বলেছি ফিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং যতই ভালো হোক না কেন, ফিল্ডিংটা ঠিকমতো না হলে লক্ষ্যে পৌঁছানো কঠিন।’ বিশ্বকাপের আগে ৫ মাসের মতো সময় আছে। এই সময়কেই ফিল্ডিংয়ের উন্নতি চান তিনি, ‘বিশ্বকাপের আগে ৫ মাসের মতো আছে। ভালো ক্রিকেটের জন্য ফিল্ডিংয়ের উন্নতি সবচেয়ে সহজ। টি-টোয়েন্টিতে এটাই হার-জিতের ব্যবধান গড়ে দেয়।’

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিল্ডিংয়ের উন্নতি চান হাসারাঙ্গা

আপডেট সময় : ১১:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

ক্রীড়া ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা লড়াইয়ে নিজেদের সম্ভাবনা তৈরি করতে ফিল্ডিং বিভাগের উন্নতির বিকল্প দেখেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা। সম্প্রতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেয়েছেন তিনি। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিংয়েই সিরিজ নিশ্চিত হয়েছে লঙ্কানদের। রবিবার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন। যেহেতু নেতৃত্বের অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়েই। বাজে ফিল্ডিং শ্রীলঙ্কার অনেক দিন ধরে মাথা ব্যথার কারণও। ওয়ানডে বিশ্বকাপেই তারা ক্যাচ ছেড়েছে ১৬টি। যার খেসারত দিয়েছে নিচ থেকে দ্বিতীয়স্থানে শেষ করে। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে লেগ স্পিনিং অলরাউন্ডারের ভাবনা এই ফিল্ডিং, ‘দলকে আমি বলেছি ফিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং যতই ভালো হোক না কেন, ফিল্ডিংটা ঠিকমতো না হলে লক্ষ্যে পৌঁছানো কঠিন।’ বিশ্বকাপের আগে ৫ মাসের মতো সময় আছে। এই সময়কেই ফিল্ডিংয়ের উন্নতি চান তিনি, ‘বিশ্বকাপের আগে ৫ মাসের মতো আছে। ভালো ক্রিকেটের জন্য ফিল্ডিংয়ের উন্নতি সবচেয়ে সহজ। টি-টোয়েন্টিতে এটাই হার-জিতের ব্যবধান গড়ে দেয়।’