ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

রূপালী পর্দায় সৌরভ-যুবরাজ হচ্ছেন যারা

  • আপডেট সময় : ১২:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : জীবনী নির্ভর ছবি বানানো এখন বলিউডে রীতিমত ট্রেন্ড! এরমধ্যে পিছিয়ে নেই তারকা খেলোয়াররাও। ধোনি, শচীন ও কপিল দেবদের পথেই হাঁটতে চলেছেন সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং। ভারতের জাতীয় ক্রিকেট দলের এই দুই তারকা খেলোয়ারকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে দুটি জীবনী নির্ভর ছবি! বহুদিন ধরেই শোনা যাচ্ছিলো সৌরভ গাঙ্গুলীর জীবনী আসছে বড়পর্দায়! গত বছর চূড়ান্তভাবে ছবি নিয়ে আলাপ উঠে। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, পরিচালকই বা কে- এসব নিয়ে কম আলোচনা হয়নি। পর্দায় সৌরভের চরিত্রে রণবীর কাপুরের নামও শোনা গিয়েছিলো। তবে রণবীর স্পষ্ট জানান দিয়েছিলেন, এ নিয়ে তার সাথে কোনো আলাপ হয়নি কারো! তবে গেল বছরেই চূড়ান্ত হয়, সৌরভের চরিত্র রূপদান করতে চলেছেন আন্ধাধুন খ্যাত তারকা অভিনেতা আয়ুষ্মান খুরানা। তবে ছবিটি পরিচালনা কে করবেন, তা নিশ্চিত ছিলো না। এবার জানা গেল, মূল নির্দেশকের নামও! সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নির্দেশনার দায়িত্বে আছেন ‘জুবিলি’ খ্যাত নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানে। লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। শোনা যাচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ই শুরু হবে সৌরভের বয়োপিকের শুটিং।
অন্যদিকে যুবরাজ সিংকে নিয়ে নির্মিতব্য সিনেমাটিতে কে অভিনয় করবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। সদ্য প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুবরাজের বায়োপিকে অভিনয় করতে পারেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। সম্প্রতি যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধনে এসে জানান, ‘দ্রুত আসছে বায়োপিক। সম্প্রতি অ্যানিমল দেখলাম, রণবীর কাপুর অসাধারণ অভিনয় করেছেন। আমি তো চাইব পর্দায় আমার ভূমিকায় রণবীরকে দেখতে। তবে দিনের শেষে পরিচালক সিদ্ধান্ত নেবেন। আপনাদের সুখবরটা আগাম জানিয়ে রাখলাম।’ যুবরাজ সিংয়ের বায়োপিকের স্বত্ব কিনেছেন আমির খান, এমন গুঞ্জনই শুরু থেকে। যদিও এ বিষয়ে কিছুই বলেননি যুবরাজ। তবে শোনা যায়, প্রথমে তার ইচ্ছে ছিল রণবীর কাপুর বা হৃতিক রোশানের মধ্যে কেউ অভিনয় করুন তার চরিত্রে। এই নিয়ে করণ জোহরের সঙ্গে মত বিরোধও হয় তার। কারণ করণ চেয়েছিলেন সিদ্ধান্ত চর্তুবেদীকে। তবে দুজনের ভাবনার পার্থক্যেই বায়োপিক পিছিয়ে গিয়েছিল কিনা তা অবশ্য জানা যায়নি। যুবরাজের বায়োপিকে ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি মরণব্যাধী ক্যানসারের বিরুদ্ধে তার লড়াইয়ের কাহিনিও দেখানো হবে। সেভাবেই তৈরী হয়েছে চিত্রনাট্য। এখন দেখার বিষয় সব চূড়ান্ত করে কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রূপালী পর্দায় সৌরভ-যুবরাজ হচ্ছেন যারা

আপডেট সময় : ১২:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : জীবনী নির্ভর ছবি বানানো এখন বলিউডে রীতিমত ট্রেন্ড! এরমধ্যে পিছিয়ে নেই তারকা খেলোয়াররাও। ধোনি, শচীন ও কপিল দেবদের পথেই হাঁটতে চলেছেন সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিং। ভারতের জাতীয় ক্রিকেট দলের এই দুই তারকা খেলোয়ারকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে দুটি জীবনী নির্ভর ছবি! বহুদিন ধরেই শোনা যাচ্ছিলো সৌরভ গাঙ্গুলীর জীবনী আসছে বড়পর্দায়! গত বছর চূড়ান্তভাবে ছবি নিয়ে আলাপ উঠে। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, পরিচালকই বা কে- এসব নিয়ে কম আলোচনা হয়নি। পর্দায় সৌরভের চরিত্রে রণবীর কাপুরের নামও শোনা গিয়েছিলো। তবে রণবীর স্পষ্ট জানান দিয়েছিলেন, এ নিয়ে তার সাথে কোনো আলাপ হয়নি কারো! তবে গেল বছরেই চূড়ান্ত হয়, সৌরভের চরিত্র রূপদান করতে চলেছেন আন্ধাধুন খ্যাত তারকা অভিনেতা আয়ুষ্মান খুরানা। তবে ছবিটি পরিচালনা কে করবেন, তা নিশ্চিত ছিলো না। এবার জানা গেল, মূল নির্দেশকের নামও! সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নির্দেশনার দায়িত্বে আছেন ‘জুবিলি’ খ্যাত নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানে। লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। শোনা যাচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ই শুরু হবে সৌরভের বয়োপিকের শুটিং।
অন্যদিকে যুবরাজ সিংকে নিয়ে নির্মিতব্য সিনেমাটিতে কে অভিনয় করবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। সদ্য প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুবরাজের বায়োপিকে অভিনয় করতে পারেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর। সম্প্রতি যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধনে এসে জানান, ‘দ্রুত আসছে বায়োপিক। সম্প্রতি অ্যানিমল দেখলাম, রণবীর কাপুর অসাধারণ অভিনয় করেছেন। আমি তো চাইব পর্দায় আমার ভূমিকায় রণবীরকে দেখতে। তবে দিনের শেষে পরিচালক সিদ্ধান্ত নেবেন। আপনাদের সুখবরটা আগাম জানিয়ে রাখলাম।’ যুবরাজ সিংয়ের বায়োপিকের স্বত্ব কিনেছেন আমির খান, এমন গুঞ্জনই শুরু থেকে। যদিও এ বিষয়ে কিছুই বলেননি যুবরাজ। তবে শোনা যায়, প্রথমে তার ইচ্ছে ছিল রণবীর কাপুর বা হৃতিক রোশানের মধ্যে কেউ অভিনয় করুন তার চরিত্রে। এই নিয়ে করণ জোহরের সঙ্গে মত বিরোধও হয় তার। কারণ করণ চেয়েছিলেন সিদ্ধান্ত চর্তুবেদীকে। তবে দুজনের ভাবনার পার্থক্যেই বায়োপিক পিছিয়ে গিয়েছিল কিনা তা অবশ্য জানা যায়নি। যুবরাজের বায়োপিকে ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি মরণব্যাধী ক্যানসারের বিরুদ্ধে তার লড়াইয়ের কাহিনিও দেখানো হবে। সেভাবেই তৈরী হয়েছে চিত্রনাট্য। এখন দেখার বিষয় সব চূড়ান্ত করে কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হ