ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

সবুজবাগে বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ০১:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানার ওহাব কলোনি মাদরাসা মসজিদ এলাকায় নাদিম হোসেন (২৮) নামের এক বাক-প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সবুজবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ওহাব কলোনির মোহাম্মদিয়া আরাবিয়া ফাজিল মাদরাসার এলাকা থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা স্বজনের কাছে থেকে জানতে পারি নিহত নাদিম বাকপ্রতিবন্ধী। গতকাল সে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। ওই এলাকার অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে, নিহতের দুলাভাই আলমাস জানান, নাদিম গাউছিয়া কালীবাড়ি এলাকায় থাকতেন। গতকাল তার ভাই রিয়াজের বাসায় বেড়াতে আসে। রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। এই হত্যার বিচার চাই। নিহতের বাড়ি, কুমিল্লা জেলার দাউদকান্দি থানায়। বর্তমানে গাউছিয়া কালীবাড়ি এলাকায় থাকতেন। নিহতের এক ছেলে রয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনেক বছর পর সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে: প্রধান উপদেষ্টা

সবুজবাগে বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানার ওহাব কলোনি মাদরাসা মসজিদ এলাকায় নাদিম হোসেন (২৮) নামের এক বাক-প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সবুজবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ওহাব কলোনির মোহাম্মদিয়া আরাবিয়া ফাজিল মাদরাসার এলাকা থেকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা স্বজনের কাছে থেকে জানতে পারি নিহত নাদিম বাকপ্রতিবন্ধী। গতকাল সে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। ওই এলাকার অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে, নিহতের দুলাভাই আলমাস জানান, নাদিম গাউছিয়া কালীবাড়ি এলাকায় থাকতেন। গতকাল তার ভাই রিয়াজের বাসায় বেড়াতে আসে। রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। এই হত্যার বিচার চাই। নিহতের বাড়ি, কুমিল্লা জেলার দাউদকান্দি থানায়। বর্তমানে গাউছিয়া কালীবাড়ি এলাকায় থাকতেন। নিহতের এক ছেলে রয়েছে।