ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

গান ছেড়ে দেয়ার ইঙ্গিত দিলেন সেলেনা?

  • আপডেট সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: মার্কিন জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ। ২০০২ সালে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ করেন তিনি। নিজের গান দিয়েই ক্যারিয়ারে আলোচিত হয়েছেন সেলেনা। সম্প্রতি কথা প্রসঙ্গে গান থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন সংগীতের এই সুপারস্টার। স্মার্টলেস পডকাস্ট-এ সেলেনা শেয়ার করেছেন, ‘আমি মিউজিকের শুরুটায় অনেক আনন্দ করেছি। এরপর ট্যুরগুলোও আনন্দের ছিল। কিন্তু আমি একই সময়ে আমার টিভি শো-গুলোও করছিলাম। আমার সেগুলোও আনন্দের মনে হয়েছে। কিন্তু যত বয়স হচ্ছে, তত মনে হচ্ছে, আমার এমন কিছু খুঁজতে হবে যেখানে সেটেলড হতে পারি।’ সেলেনা বর্তমানে তার পরবর্তী অ্যালবামের কাজ করছেন। তবে এটা হতে পারে তার সর্বশেষ কাজ। তিনি বলেছেন, ‘আমার মনে হতে পারে যে আরও একটি অ্যালবাম করি। কিন্তু আমি অভিনয়কেই বেছে নেব হয়তো।’ আলাপচারিতায় সেলেনা আরও জানান, তিনি কখনই পেশাদার গায়িকা হতে চাননি। তিনি সবসময়ে অভিনেত্রীই হতে চেয়েছেন। কেবল মাত্র শখের বশে গান করেন তিনি। খুব কম বয়সে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন সেলেনা গোমেজ। মাত্র ৯ বছর বয়সে ‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’-এ অভিনয় করেন তিনি। এরপর ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’-এ দেখা যায় তাকে। ‘অ্যানাদার সিন্ডারেলা স্টোরি’, ‘হোটেল ট্র্যানসিলভানিয়া’ এবং ‘দ্য ডেড ডোন্ট ডাই’ সেলেনার উল্লেখযোগ্য কিছু কাজ। ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এর নতুন সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেলেনা। রহস্য-কমেডি ঘরানার এই সিরিজ তাকে গোল্ডেন গ্লোবের মনোনয়ন এনে দিয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গান ছেড়ে দেয়ার ইঙ্গিত দিলেন সেলেনা?

আপডেট সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: মার্কিন জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজ। ২০০২ সালে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ করেন তিনি। নিজের গান দিয়েই ক্যারিয়ারে আলোচিত হয়েছেন সেলেনা। সম্প্রতি কথা প্রসঙ্গে গান থেকে অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছেন সংগীতের এই সুপারস্টার। স্মার্টলেস পডকাস্ট-এ সেলেনা শেয়ার করেছেন, ‘আমি মিউজিকের শুরুটায় অনেক আনন্দ করেছি। এরপর ট্যুরগুলোও আনন্দের ছিল। কিন্তু আমি একই সময়ে আমার টিভি শো-গুলোও করছিলাম। আমার সেগুলোও আনন্দের মনে হয়েছে। কিন্তু যত বয়স হচ্ছে, তত মনে হচ্ছে, আমার এমন কিছু খুঁজতে হবে যেখানে সেটেলড হতে পারি।’ সেলেনা বর্তমানে তার পরবর্তী অ্যালবামের কাজ করছেন। তবে এটা হতে পারে তার সর্বশেষ কাজ। তিনি বলেছেন, ‘আমার মনে হতে পারে যে আরও একটি অ্যালবাম করি। কিন্তু আমি অভিনয়কেই বেছে নেব হয়তো।’ আলাপচারিতায় সেলেনা আরও জানান, তিনি কখনই পেশাদার গায়িকা হতে চাননি। তিনি সবসময়ে অভিনেত্রীই হতে চেয়েছেন। কেবল মাত্র শখের বশে গান করেন তিনি। খুব কম বয়সে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন সেলেনা গোমেজ। মাত্র ৯ বছর বয়সে ‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’-এ অভিনয় করেন তিনি। এরপর ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’-এ দেখা যায় তাকে। ‘অ্যানাদার সিন্ডারেলা স্টোরি’, ‘হোটেল ট্র্যানসিলভানিয়া’ এবং ‘দ্য ডেড ডোন্ট ডাই’ সেলেনার উল্লেখযোগ্য কিছু কাজ। ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এর নতুন সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেলেনা। রহস্য-কমেডি ঘরানার এই সিরিজ তাকে গোল্ডেন গ্লোবের মনোনয়ন এনে দিয়েছে।