ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জুলাইয়ের রেকর্ড ভাঙার পথে ডেঙ্গু

  • আপডেট সময় : ০২:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে গত জুলাই মাসে, যা সংখ্যায় ২ হাজার ২৮৬ জন। এটি এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্ত। এরপর আগস্টের নয় দিনেই ২ হাজার ৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২১০ জন। এদের মধ্যে ১৮১ জনই ঢাকার আর ঢাকার বাইরে ২৯ জন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৩১ জন রোগী ভর্তি আছে । এর মধ্যে ঢাকাতেই আছে ৮৬৩ জন, আর বাকি ৬৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৭৫৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৮০৮ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, কারওয়ান বাজারে সড়ক অবরোধ

জুলাইয়ের রেকর্ড ভাঙার পথে ডেঙ্গু

আপডেট সময় : ০২:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে গত জুলাই মাসে, যা সংখ্যায় ২ হাজার ২৮৬ জন। এটি এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্ত। এরপর আগস্টের নয় দিনেই ২ হাজার ৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২১০ জন। এদের মধ্যে ১৮১ জনই ঢাকার আর ঢাকার বাইরে ২৯ জন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৩১ জন রোগী ভর্তি আছে । এর মধ্যে ঢাকাতেই আছে ৮৬৩ জন, আর বাকি ৬৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৭৫৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৮০৮ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।