ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বর্ষীয়ান অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন

  • আপডেট সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘মিচেল ক্লেটন’র মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করা ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। টম উইলকিনসনের মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে মৃত্যুর সংবাদ জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, শনিবার (৩০ ডিসেম্বর) নিজ বাড়িতেই আকস্মিক মৃত্যু হয় টম উইলকিনসনের। ১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টম উইলকিনসনের। গত শতকের সাতের দশকে ‘রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্য়ান বিগিনস’র মতো নানা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে টম উইলকিনসনের সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি সিনেমা ‘দ্য ফুল মন্টি’তে। সিনেমাটির জন্য তিনি বাফটা পুরস্কার জিতেছিলেন। ২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ও ২০০৭ সালে ‘মিচেল ক্লেন্টন’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মোট ছয়টি বাফটা মনোনয়ন ও দুটি অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০০৮ সালে এইচবিও সিরিজ ‘জন অ্যাডামস’র বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চরিত্রের জন্য তিনি এমি অ্যাওয়ার্ড পান। ২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন টম উইলকিনসন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের শুভযাত্রা বাংলাদেশের

বর্ষীয়ান অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন

আপডেট সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: ‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘মিচেল ক্লেটন’র মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করা ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। টম উইলকিনসনের মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে মৃত্যুর সংবাদ জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, শনিবার (৩০ ডিসেম্বর) নিজ বাড়িতেই আকস্মিক মৃত্যু হয় টম উইলকিনসনের। ১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টম উইলকিনসনের। গত শতকের সাতের দশকে ‘রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্য়ান বিগিনস’র মতো নানা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে টম উইলকিনসনের সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি সিনেমা ‘দ্য ফুল মন্টি’তে। সিনেমাটির জন্য তিনি বাফটা পুরস্কার জিতেছিলেন। ২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ও ২০০৭ সালে ‘মিচেল ক্লেন্টন’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মোট ছয়টি বাফটা মনোনয়ন ও দুটি অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০০৮ সালে এইচবিও সিরিজ ‘জন অ্যাডামস’র বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চরিত্রের জন্য তিনি এমি অ্যাওয়ার্ড পান। ২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন টম উইলকিনসন।