ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

আর সিনেমা নয়, এখন থেকে রাজনীতি করবেন মাহি

  • আপডেট সময় : ১২:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করছেন। এরই মধ্যে তিনি ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।
গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন। এ সময় মাহির সঙ্গে ছিলেন তার কর্মী-সমর্থকরা। মাহিয়া মাহি ভোটারদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেন। এ সময় এক নারী ভোটারের কাছে ভোট চাইতে গেলে ওই ভোটার মাহিকে উল্টো প্রশ্ন করে বসেন। তিনি বলেন, ‘ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা কিন্তু আমরা দেখবো না। ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।’
নারী ওই ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মন্ডুমালা। আমি এখানেই থাকবো। আমি তো আর সিনেমা করবো না। আমার বাচ্চা হয়ে গিয়েছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকবো। রাজনীতি করবো।’ প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহিয়া মাহি। অতিসম্প্রতি অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন তিনি। আওয়ামী লীগ থেকে এবারও মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ভোটে লড়ছেন মাহি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আর সিনেমা নয়, এখন থেকে রাজনীতি করবেন মাহি

আপডেট সময় : ১২:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করছেন। এরই মধ্যে তিনি ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।
গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন। এ সময় মাহির সঙ্গে ছিলেন তার কর্মী-সমর্থকরা। মাহিয়া মাহি ভোটারদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেন। এ সময় এক নারী ভোটারের কাছে ভোট চাইতে গেলে ওই ভোটার মাহিকে উল্টো প্রশ্ন করে বসেন। তিনি বলেন, ‘ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা কিন্তু আমরা দেখবো না। ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।’
নারী ওই ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মন্ডুমালা। আমি এখানেই থাকবো। আমি তো আর সিনেমা করবো না। আমার বাচ্চা হয়ে গিয়েছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকবো। রাজনীতি করবো।’ প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহিয়া মাহি। অতিসম্প্রতি অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন তিনি। আওয়ামী লীগ থেকে এবারও মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ভোটে লড়ছেন মাহি।