ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

চীনের সিচুয়ানে ভারি বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : ১২:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ভারি বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় ৮০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির ছয়টি শহরজুড়ে বন্যায় এ পর্যন্ত চার লাখ ৪০ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা ভারি বৃষ্টিপাতে সিচুয়ানের নদীগুলোর পানি বেড়ে সতর্ক সীমার ওপর দিয়ে বইছে। ডাঝৌ শহরের একটি জলাশয়ের পানি এর বন্যা সীমার দুই দশমিক দুই মিটার ওপরে উঠে গেছে বলে রাষ্ট্রায়ত্ত চায়না নিউজ সার্ভিস জানিয়েছে। এর আগে শনিবার সিসিটিভি জানিয়েছিল, সিচুয়ানে বৃষ্টিপাতে ইতোমধ্যেই তিন কোটি ৮৫ লাখ ডলার মূল্যমানের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ছয়টি শহরের অন্তত ৪৫টি বাড়ি ধসে পড়েছে এবং ১১৮টি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনে সাধারণত গ্রীষ্মকালে ব্যাপক বৃষ্টিপাত হয়। কিন্তু দেশটির বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেহেতু চরম আবহাওয়া বারবার দেখা যাচ্ছে তাই এখন অবশ্যই শহরগুলো সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে।
গত সপ্তাহে দেশটির আবহাওয়া কর্মকর্তারা বলেছিলেন, বাড়তে থাকা তাপমাত্রার কারণে পুরো বিশ্বজুড়েই ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এবং আসছে বছরগুলোতে চীনে এর প্রভাব আরও খারাপ হতে পারে।
গত মাসে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে রেকর্ডকৃত ইতিহাসে সবচেয়ে চরম ঝড়বৃষ্টি হয়েছে। প্রদেশটির ১৯টি আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন সর্বকালের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত রেকর্ড করেছে।
চীনের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, প্রদেশটির রাজধানী ঝাংঝৌয়ে মাত্র এক দিনে প্রায় এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে ওই নগরী ও সংলগ্ন অঞ্চলে দেখা দেওয়া ব্যাপক বন্যায় অন্তত ৩০০ জনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চীনের সিচুয়ানে ভারি বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১২:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ভারি বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় ৮০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির ছয়টি শহরজুড়ে বন্যায় এ পর্যন্ত চার লাখ ৪০ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা ভারি বৃষ্টিপাতে সিচুয়ানের নদীগুলোর পানি বেড়ে সতর্ক সীমার ওপর দিয়ে বইছে। ডাঝৌ শহরের একটি জলাশয়ের পানি এর বন্যা সীমার দুই দশমিক দুই মিটার ওপরে উঠে গেছে বলে রাষ্ট্রায়ত্ত চায়না নিউজ সার্ভিস জানিয়েছে। এর আগে শনিবার সিসিটিভি জানিয়েছিল, সিচুয়ানে বৃষ্টিপাতে ইতোমধ্যেই তিন কোটি ৮৫ লাখ ডলার মূল্যমানের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ছয়টি শহরের অন্তত ৪৫টি বাড়ি ধসে পড়েছে এবং ১১৮টি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনে সাধারণত গ্রীষ্মকালে ব্যাপক বৃষ্টিপাত হয়। কিন্তু দেশটির বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেহেতু চরম আবহাওয়া বারবার দেখা যাচ্ছে তাই এখন অবশ্যই শহরগুলো সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে।
গত সপ্তাহে দেশটির আবহাওয়া কর্মকর্তারা বলেছিলেন, বাড়তে থাকা তাপমাত্রার কারণে পুরো বিশ্বজুড়েই ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এবং আসছে বছরগুলোতে চীনে এর প্রভাব আরও খারাপ হতে পারে।
গত মাসে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে রেকর্ডকৃত ইতিহাসে সবচেয়ে চরম ঝড়বৃষ্টি হয়েছে। প্রদেশটির ১৯টি আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন সর্বকালের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত রেকর্ড করেছে।
চীনের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, প্রদেশটির রাজধানী ঝাংঝৌয়ে মাত্র এক দিনে প্রায় এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে ওই নগরী ও সংলগ্ন অঞ্চলে দেখা দেওয়া ব্যাপক বন্যায় অন্তত ৩০০ জনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।