ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

নৌকার প্রার্থী ছাড়া কেউ নেই মাঠে

  • আপডেট সময় : ১২:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ ইউনুছ আলী, সাটুরিয়া (মানিকগঞ্জ) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে আ লীগের মনোনিত নৌকার প্রার্থী বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি নির্বাচনী প্রচারণা চালিয়ে গেলেও অন্যান্য প্রার্থীদের নির্বাচনী এলাকার মাঠে দেখা যাচ্ছে না। প্রতীক বরাদ্দ পাওয়ার ৭দিন অতিবাহিত হচ্ছে। মানিকগঞ্জে মোট ৩টি আসন রয়েছে। মানিকগঞ্জ-৩ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আলীগের মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাহিদ মালেক স্বপনের প্রতীক- নৌকা, জাতীয়তাবাদী দলের (বিএনএম) প্রার্থী খালিদ দেওয়ানের প্রতীক -নোঙ্গর, কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী এম হাবিব উল্লাহ এর প্রতীক- গামছা, গণফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খাঁন কামালের প্রতীক -উদীয়মান সূর্য, জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুল আলমের প্রতীক-লাঙ্গল ও তৃণমূল বিএনপি এর মোয়াজ্জেম হোসেন খাঁন মজলিশ সোনালী আঁশ- প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিকগঞ্জ সদরের ৭টি ও সাটুরিয়া উপজেলায় ৯টি ইউনিয়নসহ মোট ১৬টি ইউনিয়ন এবং মানিকগঞ্জ পৌরসভা নিয়ে এ তিন নম্বর আসন গঠিত। এখানে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৪৪ জন ও নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯১৫ জন। আর মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৩টি। তন্মধ্যে সাটুরিয়ায় ৬০টি ও মানিকগঞ্জ সদরে ৮৩টি কেন্দ্র। বিগত ২০০৮ সাল হতে এ আসনটি আলীগের দখলে। পরপর ৩ বার এ আসন থেকে জাহিদ মালেক স্বপন এমপি নির্বাচিত হয়েছেন। কিন্ত এক সময় এটা বিএনপির ভোটের দূর্গ হিসেবে পরিচিত ছিল। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার পরই নির্বাচনী এলাকায় স্বপনের পোস্টার সাঁটানোসহ নির্বাচনী সমাবেশ করছেন বলে জানা গেছে। অপর দিকে ২৩ ডিসেম্বর বিকেল পর্যন্ত সময়ে অন্য ৫ জন প্রার্থীর কোন পোস্টার এলাকায় দেখা যায়নি। এমনকি তাদের নির্বাচনী প্রচারণাসহ কোন সমাবেশের খবরও শুনা যায়নি বলে জানান ভোটারগণ। বিএনপি নির্বাচন বর্জন করলেও সমর্থিত ভোটারগণ ভোট কেন্দ্রে যাবে কি না তা নিয়ে রয়েছে ধূম্রজাল। সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আঃলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আঃ মজিদ ফটোর নিকট নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ কেমন হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে, প্রতীক বরাদ্দ পেয়ে আমরা আচরণ বিধি পালন করে শান্তিপূর্ণ ভাবে ও উৎসব মুখর হয়ে নির্বাচনী এলাকায় নির্বাচণের প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কর্মী সমাবেশসহ উঠান বৈঠকে ভোটারদের সাথে যোগাযোগ করে চলছি। ভোটাররা যেভাবে আমাদের আশা দিচ্ছে তাতে আমাদের নৌকার প্রার্থী জাহিদ মালিক স্বপনের বিজয় নিশ্চিত হবে বলে মনে করি। তিনি টানা তিনবার এমপি নির্বাচিত হয়ে ২য় বার প্রতিমন্ত্রী ও ৩য় বার পূর্ণাঙ্গ স্বাস্থ্যমন্ত্রী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ এনে তা এলাকার উন্নয়নে খরচ করে নির্বাচনী এলাকার ব্যাপক দৃশ্যমান উন্নয়ন করেছেন। অপর দিকে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুস কুদ্দুস খাঁন মজলিশ মাখন বলেন যে, বিএনপির প্রতিটি নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। কাজেই আমরা ঘরে ফিরতে পারছি না। ফলে ভোট কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে পরবর্তীতে জেলার নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। অন্যান্য প্রার্থীদেরকে মোবাইল ফোন করেও পাওয়া যায়নি। যে এলাকায় যত বেশী ভোট পাওয়া যাবে সে এলাকায় তত বেশী উন্নয়ন হবে বলে আঃলীগের নির্বাচনী সমাবেশে নেতাদের বক্তব্যে জানা গেছে। নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী ও আঃলীগের সভাপতি জননেত্রী দরদী শেখ হাসিনা আমার হাত দিয়ে মানিকগঞ্জে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে এলাকার আশাতীত (দৃশ্যমান) উন্নয়ন করেছেন। তাই এলাকার ভোটাররা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার জন্যে একাগ্র চিত্তে তাকিয়ে আছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নৌকার প্রার্থী ছাড়া কেউ নেই মাঠে

আপডেট সময় : ১২:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

মোঃ ইউনুছ আলী, সাটুরিয়া (মানিকগঞ্জ) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে আ লীগের মনোনিত নৌকার প্রার্থী বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি নির্বাচনী প্রচারণা চালিয়ে গেলেও অন্যান্য প্রার্থীদের নির্বাচনী এলাকার মাঠে দেখা যাচ্ছে না। প্রতীক বরাদ্দ পাওয়ার ৭দিন অতিবাহিত হচ্ছে। মানিকগঞ্জে মোট ৩টি আসন রয়েছে। মানিকগঞ্জ-৩ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আলীগের মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাহিদ মালেক স্বপনের প্রতীক- নৌকা, জাতীয়তাবাদী দলের (বিএনএম) প্রার্থী খালিদ দেওয়ানের প্রতীক -নোঙ্গর, কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী এম হাবিব উল্লাহ এর প্রতীক- গামছা, গণফোরামের প্রার্থী মফিজুল ইসলাম খাঁন কামালের প্রতীক -উদীয়মান সূর্য, জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুল আলমের প্রতীক-লাঙ্গল ও তৃণমূল বিএনপি এর মোয়াজ্জেম হোসেন খাঁন মজলিশ সোনালী আঁশ- প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিকগঞ্জ সদরের ৭টি ও সাটুরিয়া উপজেলায় ৯টি ইউনিয়নসহ মোট ১৬টি ইউনিয়ন এবং মানিকগঞ্জ পৌরসভা নিয়ে এ তিন নম্বর আসন গঠিত। এখানে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৪৪ জন ও নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯১৫ জন। আর মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৩টি। তন্মধ্যে সাটুরিয়ায় ৬০টি ও মানিকগঞ্জ সদরে ৮৩টি কেন্দ্র। বিগত ২০০৮ সাল হতে এ আসনটি আলীগের দখলে। পরপর ৩ বার এ আসন থেকে জাহিদ মালেক স্বপন এমপি নির্বাচিত হয়েছেন। কিন্ত এক সময় এটা বিএনপির ভোটের দূর্গ হিসেবে পরিচিত ছিল। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার পরই নির্বাচনী এলাকায় স্বপনের পোস্টার সাঁটানোসহ নির্বাচনী সমাবেশ করছেন বলে জানা গেছে। অপর দিকে ২৩ ডিসেম্বর বিকেল পর্যন্ত সময়ে অন্য ৫ জন প্রার্থীর কোন পোস্টার এলাকায় দেখা যায়নি। এমনকি তাদের নির্বাচনী প্রচারণাসহ কোন সমাবেশের খবরও শুনা যায়নি বলে জানান ভোটারগণ। বিএনপি নির্বাচন বর্জন করলেও সমর্থিত ভোটারগণ ভোট কেন্দ্রে যাবে কি না তা নিয়ে রয়েছে ধূম্রজাল। সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আঃলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আঃ মজিদ ফটোর নিকট নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ কেমন হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে, প্রতীক বরাদ্দ পেয়ে আমরা আচরণ বিধি পালন করে শান্তিপূর্ণ ভাবে ও উৎসব মুখর হয়ে নির্বাচনী এলাকায় নির্বাচণের প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কর্মী সমাবেশসহ উঠান বৈঠকে ভোটারদের সাথে যোগাযোগ করে চলছি। ভোটাররা যেভাবে আমাদের আশা দিচ্ছে তাতে আমাদের নৌকার প্রার্থী জাহিদ মালিক স্বপনের বিজয় নিশ্চিত হবে বলে মনে করি। তিনি টানা তিনবার এমপি নির্বাচিত হয়ে ২য় বার প্রতিমন্ত্রী ও ৩য় বার পূর্ণাঙ্গ স্বাস্থ্যমন্ত্রী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ এনে তা এলাকার উন্নয়নে খরচ করে নির্বাচনী এলাকার ব্যাপক দৃশ্যমান উন্নয়ন করেছেন। অপর দিকে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুস কুদ্দুস খাঁন মজলিশ মাখন বলেন যে, বিএনপির প্রতিটি নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। কাজেই আমরা ঘরে ফিরতে পারছি না। ফলে ভোট কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে পরবর্তীতে জেলার নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। অন্যান্য প্রার্থীদেরকে মোবাইল ফোন করেও পাওয়া যায়নি। যে এলাকায় যত বেশী ভোট পাওয়া যাবে সে এলাকায় তত বেশী উন্নয়ন হবে বলে আঃলীগের নির্বাচনী সমাবেশে নেতাদের বক্তব্যে জানা গেছে। নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী ও আঃলীগের সভাপতি জননেত্রী দরদী শেখ হাসিনা আমার হাত দিয়ে মানিকগঞ্জে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে এলাকার আশাতীত (দৃশ্যমান) উন্নয়ন করেছেন। তাই এলাকার ভোটাররা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার জন্যে একাগ্র চিত্তে তাকিয়ে আছেন।