ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

আইএসপিএলে দল কিনে ক্রিকেটের আঙিনায় অমিতাভও

  • আপডেট সময় : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে (আইএসপিএল) মুম্বাই দলের মালিকানা কিনে হিন্দি সিনেমার ময়দান থেকে এবারে ক্রিকেটের আঙিনায় পা রেখেছেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। টাইমস অব ইন্ডিয়া বলছে, অমিতাভ দেরিতে হলেও তার উত্তরসূরীদের দেখানো পথে এসেছেন। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিনতা, অক্ষয় কুমার এবং হৃত্বিক রোশনের মত অমিতাভ এখন ক্রিকেট দলের মালিক। মাইক্রোব্লগিং সাইট এক্সে এই খবর অমিতাভ নিজে দিয়েছেন।
নতুন যাত্রার এই ঘটনাকে ‘রোমাঞ্চকর- উত্তেজনামূলক এবং সাহসী পদক্ষেপ’ বর্ণনা করে ৮১ বছর বয়সী ক্রিকেটপ্রেমী এই অভিনেতা লিখেছেন, “আইএসপিএলের সূচনা স্ট্রিট প্রিমিয়ার লিগ! তাদের জন্য এক দারুণ সুযোগ। তাদের জন্য একটি সুযোগ নিয়ে আইএসপিএল, যারা রাস্তায় বা নিজের এলাকার গলিতে নিজেদের পারদর্শিতা দেখিয়ে এসেছেন। এখন সময় হয়েছে একটি দলে নাম লেখাবার। যে দলটি পেশাদার। “যারা রাস্তায় বা গলিতে নিজেদের পারদর্শিতা প্রদর্শন করে এসেছে। …।মুম্বাই দলের মালিক হিসেবে যুক্ত হওয়া আমার জন্য সম্মান আর সৌভাগ্যের বিষয়।“ এর আগে অক্ষয় ও হৃত্বিক ‘আইএসপিএল’র দুইটি দল কিনেছেন। অক্ষয় কিনেছেন শ্রীনগর; হৃত্বিক বেঙ্গালুরু ক্রিকেট দলের মালিক। এটি টি-টেন টুর্নামেন্ট। ২০২৪ সালের ২ থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্ট হবে। প্রথম পর্বের আয়োজন করা হচ্ছে মুম্বাইতে। ম্যাচ হবে ১৯টি। কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই আর শ্রীনগর– এই ছয়দল খেলবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্প নিয়ে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার অনুরোধ প্রধান উপদেষ্টার

আইএসপিএলে দল কিনে ক্রিকেটের আঙিনায় অমিতাভও

আপডেট সময় : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে (আইএসপিএল) মুম্বাই দলের মালিকানা কিনে হিন্দি সিনেমার ময়দান থেকে এবারে ক্রিকেটের আঙিনায় পা রেখেছেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। টাইমস অব ইন্ডিয়া বলছে, অমিতাভ দেরিতে হলেও তার উত্তরসূরীদের দেখানো পথে এসেছেন। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিনতা, অক্ষয় কুমার এবং হৃত্বিক রোশনের মত অমিতাভ এখন ক্রিকেট দলের মালিক। মাইক্রোব্লগিং সাইট এক্সে এই খবর অমিতাভ নিজে দিয়েছেন।
নতুন যাত্রার এই ঘটনাকে ‘রোমাঞ্চকর- উত্তেজনামূলক এবং সাহসী পদক্ষেপ’ বর্ণনা করে ৮১ বছর বয়সী ক্রিকেটপ্রেমী এই অভিনেতা লিখেছেন, “আইএসপিএলের সূচনা স্ট্রিট প্রিমিয়ার লিগ! তাদের জন্য এক দারুণ সুযোগ। তাদের জন্য একটি সুযোগ নিয়ে আইএসপিএল, যারা রাস্তায় বা নিজের এলাকার গলিতে নিজেদের পারদর্শিতা দেখিয়ে এসেছেন। এখন সময় হয়েছে একটি দলে নাম লেখাবার। যে দলটি পেশাদার। “যারা রাস্তায় বা গলিতে নিজেদের পারদর্শিতা প্রদর্শন করে এসেছে। …।মুম্বাই দলের মালিক হিসেবে যুক্ত হওয়া আমার জন্য সম্মান আর সৌভাগ্যের বিষয়।“ এর আগে অক্ষয় ও হৃত্বিক ‘আইএসপিএল’র দুইটি দল কিনেছেন। অক্ষয় কিনেছেন শ্রীনগর; হৃত্বিক বেঙ্গালুরু ক্রিকেট দলের মালিক। এটি টি-টেন টুর্নামেন্ট। ২০২৪ সালের ২ থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্ট হবে। প্রথম পর্বের আয়োজন করা হচ্ছে মুম্বাইতে। ম্যাচ হবে ১৯টি। কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই আর শ্রীনগর– এই ছয়দল খেলবে।