বিনোদন ডেস্ক: গত কয়েক বছর ধরে তাকে ঘিরে যে উন্মাদনা, তাতে এমনটা হওয়ারই ছিল। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় তারকা হিসেবে শীর্ষস্থানটি অর্জন করে নিলেন টেইলর সুইফট। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এমনই ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিখ্যাত সাময়িকী ফোর্বস। সেখানেই উঠে এসেছে বিভিন্ন জনপ্রিয় নারী তারকা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম।
তালিকায় প্রথম নামটি উরসুলা ভন দের লেয়েন। ৬৫ বছর বয়সী এই বেলজিয়ান নারী ২০১৯ সাল থেকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামগ্রিক তালিকায় টেইলর সুইফটের অবস্থান পঞ্চম। ৩৩ বছর বয়সী এই মার্কিন মিউজিক সেনসেশনের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ দশমিক ১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৩০ কোটি টাকারও বেশি!
সুইফটের সম্পর্কে ফোর্বসে বলা হয়েছে, তিনি গত অক্টোবরে বিলিয়নিয়ার হয়েছেন। তার সম্পদ বৃদ্ধিতে বিরাট ভূমিকা রেখেছে বহুল আলোচিত ‘দ্য এরাস ট্যুর’ (ধারাবাহিক কনসার্ট)। টেইলর সুইফটই একমাত্র সংগীতশিল্পী, যিনি শুধু গান ও পারফর্মেন্স দিয়ে প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছেন।
১২টি গ্র্যামি অর্জন করা টেইলর সুইফট শিক্ষাক্ষেত্রে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। ফোর্বস-এ যদিও তাকে ‘সিঙ্গেল’ বলা হয়েছে। তবে শোনা যায়, বর্তমানে এই গায়িকা মার্কিন ক্রীড়া তারকা ট্রাভিস কেলসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন। চমকপ্রদ ব্যাপার হলো, প্রভাবশালী নারীর তালিকায় টেইলর সুইফটের পর ৩০ পর্যন্ত কোনো বিনোদন তারকা জায়গা পাননি। ৩১তম স্থানে রয়েছেন মার্কিন টিভি ব্যক্তিত্ব ও উদ্যোক্তা ওপরাহ উইনফ্রে। তার সম্পদের পরিমাণ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। তারকা হিসেবে তৃতীয় এবং সামগ্রিক তালিকায় ৩৬তম স্থানে আছে গায়িকা বিয়ন্সের নাম। ৪২ বছর বয়সী এই গায়িকার সম্পদের পরিমাণ অবশ্য উল্লেখ করা হয়নি।
এছাড়াও প্রভাবশালী নারীর মধ্যে আছেন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব শারি রেডস্টোন (৩৭), ব্যবসায়ী ও ডিজনি এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান ডানা ওয়াল্ডেন (৩৯), ইউনিভার্সাল পিকচারসের চেয়ারম্যান ডোনা ল্যাংলি (৫৭), অ্যামাজন স্টুডিওসের প্রধান জেনিফার সালকে (৫৮), ফক্স নিউজের বর্তমান সিইও সুজান স্কট (৬৪), ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব বেলা বাজারিয়া ((৬৭), গায়িকা ও ব্যবসায়ী রিয়ানা (৭৪) ও নাইজেরিয়ান মিডিয়া মুঘল মো আবুদু (৯৮)। এছাড়া বিশ্বজুড়ে জনপ্রিয় নারী পুতুল চরিত্র বার্বিকে রাখা হয়েছে তালিকার শেষ তথা ১০০তম স্থানে।