ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ সামিটে পুরস্কার পেলো ৩টি দল

  • আপডেট সময় : ১২:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : নানা উদ্ভাবনী আইডিয়া নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে শেষ হলো পঞ্চম ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ সামিট ২০২৩-এর আসর। ২ দিনের এই সামিট রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির টেলিকমিউনিকেশন ক্লাব আয়োজিত ও পিকাবু ডট কমের পৃষ্ঠপোষকতায় সামিটটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প।
গত শনিবার রাতে সামিটের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শামস রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিয়া প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ড.মো. মিজানুর রহমান। সামিটে টিম ইকো শেল্টার প্রথম স্থান অর্জন করায় পুরস্কার পেয়েছে ১০ হাজার টাকা। এছাড়া টিম হাইড্রো জোন দ্বিতীয় স্থান অর্জন করে ৬ হাজার এবং টিম এসিস হাই তৃতীয় স্থান অর্জন করে জিতে নেয় ৪ হাজার টাকা। এছাড়া বিজয়ী ৩টি দলকেই সম্মাননা ক্রেস্টসহ সনদ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের মধ্য থেকে সামিটে ১৮টি দল অংশ নেয় এবং পিচিংয়ের মাধ্যমে তাদের উদ্ভাবনী আইডিয়া বিচারকদের সামনে উপস্থাপন করে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় কাউন্টার থেকে চলবে ২১ কোম্পানির গোলাপী বাস

ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ সামিটে পুরস্কার পেলো ৩টি দল

আপডেট সময় : ১২:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

প্রযুক্তি ডেস্ক : নানা উদ্ভাবনী আইডিয়া নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে শেষ হলো পঞ্চম ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ সামিট ২০২৩-এর আসর। ২ দিনের এই সামিট রাজধানী ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির টেলিকমিউনিকেশন ক্লাব আয়োজিত ও পিকাবু ডট কমের পৃষ্ঠপোষকতায় সামিটটির স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প।
গত শনিবার রাতে সামিটের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শামস রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিয়া প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ড.মো. মিজানুর রহমান। সামিটে টিম ইকো শেল্টার প্রথম স্থান অর্জন করায় পুরস্কার পেয়েছে ১০ হাজার টাকা। এছাড়া টিম হাইড্রো জোন দ্বিতীয় স্থান অর্জন করে ৬ হাজার এবং টিম এসিস হাই তৃতীয় স্থান অর্জন করে জিতে নেয় ৪ হাজার টাকা। এছাড়া বিজয়ী ৩টি দলকেই সম্মাননা ক্রেস্টসহ সনদ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের মধ্য থেকে সামিটে ১৮টি দল অংশ নেয় এবং পিচিংয়ের মাধ্যমে তাদের উদ্ভাবনী আইডিয়া বিচারকদের সামনে উপস্থাপন করে।