নিজস্ব প্রতিবেদক : এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে সারাদেশে। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
গতকাল রোববার (৩ ডিসেম্বর) সকালে অবরোধের সমর্থনে রামপুরা-বাড্ডায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ডাকা অবরোধ সমর্থনে রাজধানীর রামপুরা থেকে বাড্ডা অভিমুখে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। সকাল ৭ টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে শুরু হওয়া মিছিলটি মেরুল বাড্ডা গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল। একইভাবে অন্যান্য কয়েকটি এলাকায়ও বিক্ষোভ মিছিল করে বিএনপি।
জামায়াতের বিক্ষোভ মিছিল: সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল বাতিল ও নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। রোববার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর জামায়াত ইসলামী দক্ষিণ ও উত্তর শাখার নেতাকর্মীরা। এসময় চারজনকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে। সংগঠনটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
এলডিপির মিছিল: অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়। নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় পুরানা পল্টন মোড়ে এসে মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্বে দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির। মিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, ‘আমরা যারা সরকারের বিরুদ্ধে জনগণের অধিকারের দাবিতে রাজপথে আন্দোলন করছি তারা সবাই যদি ঐক্যবদ্ধ থেকে রাজপথে নামি তাহলে এ সরকার টিকবে না। গণতন্ত্রের জয় হবেই হবে। পরিস্থিতি বলে দিচ্ছে এ সরকার থাকবে না। আমরা একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। সেজন্য সবাইকে আন্দোলন চালিয়ে যেতে হবে।’
স্টেশন ছেড়ে গন্তব্যে পৌঁছাতে পারবে না নির্বাচনি ট্রেন: ১২ দলীয় জোট: স্টেশনে বিকল হওয়া আওয়ামী লীগের নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে না- এমন হুঁশিয়ারি দিয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, যে নির্বাচনের ট্রেন মাস্টার শেখ হাসিনা নিজেই, সেই নির্বাচনে নৌকায় ‘৫৭ মিনিটে ৪৫ ভোট’ এ পরিণত হবে। তাই ২০১৪ ও ২০১৮ সালের মতোই এই একতরফা নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। জনগণের দাবি, একদলীয় নির্বাচনি পরিবেশে ভোট প্রদান করা ভোটারদের জন্য এখন আতঙ্কের নাম।
গতকাল রোববার দুপুরে শেখ হাসিনার পদত্যাগ, রাজবন্দিদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ১২ দলীয় জোটের অবরোধের পক্ষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে বের হয়ে বিজয়নগর ঘুরে পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তারা। জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এই সরকারের পতন ঘণ্টা অতি কাছে। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে এখন বিভিন্ন দলছুট নেতাকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র করছে।’
ফেনীতে ৬ গাড়ি ভাঙচুর, চালকসহ আহত ১০: ফেনীতে অবরোধ চলাকালে ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসময় চালকসহ অন্তত ১০ জন আহত হন। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ফেনীর ট্রাংক রোডের সেন্ট্রাল স্কুলের পাশে স্ট্যান্ডে এ ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্ট্রাল স্কুলের পাশে স্ট্যান্ডে থাকা দুটি গাড়ি ভাঙচুর করেন অবরোধকারীরা। এসময় চলাচলরত আরও তিনটি অটোরিকশা ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই অবরোধকারীরা পালিয়ে যান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ যাওয়ার আগেই চালকরা গাড়ি নিয়ে চলে যান। ভাঙচুরকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।