ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

  • আপডেট সময় : ০১:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ২০২৩ সালের আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে স্টান্ড বাই হিসেবে রয়েছেন তিন ক্রিকেটার। রোববার (৩ ডিসেম্বর) এক অফিসিয়াল বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি। দলে রয়েছেন নিয়মিত দলের সবাই। আসরে অংশগ্রহণের লক্ষ্যে আগামী বুধবার (৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে রাব্বির দল। এবারের আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগারদের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপান। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর। সেদিন সকাল সাড়ে নয়টায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে যুবারা। পরের ম্যাচে ১১ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার যুবাদের মোকাবেলা করবে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ যদি সেমিফাইনালে ওঠে সেক্ষেত্রে ১৫ ডিসেম্বর মাঠে নামবে তারা। ফাইনালে পৌছাতে পারলে ১৭ ডিসেম্বর শিরোপা নির্ধারণী লড়াইয়ে লড়বে যুবারা।
বাংলাদেশ দল: মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রহমত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।
স্টান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক জিহাদ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

আপডেট সময় : ০১:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

ক্রীড়া প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ২০২৩ সালের আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে স্টান্ড বাই হিসেবে রয়েছেন তিন ক্রিকেটার। রোববার (৩ ডিসেম্বর) এক অফিসিয়াল বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি। দলে রয়েছেন নিয়মিত দলের সবাই। আসরে অংশগ্রহণের লক্ষ্যে আগামী বুধবার (৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে রাব্বির দল। এবারের আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগারদের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপান। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর। সেদিন সকাল সাড়ে নয়টায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে যুবারা। পরের ম্যাচে ১১ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার যুবাদের মোকাবেলা করবে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ যদি সেমিফাইনালে ওঠে সেক্ষেত্রে ১৫ ডিসেম্বর মাঠে নামবে তারা। ফাইনালে পৌছাতে পারলে ১৭ ডিসেম্বর শিরোপা নির্ধারণী লড়াইয়ে লড়বে যুবারা।
বাংলাদেশ দল: মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রহমত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।
স্টান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক জিহাদ।