সাইদুর রহমান আপন, শেরপুর : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অপরিবর্তিত থাকলেও একটি আসন (শেরপুর-৩, শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলা) আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এই আসনে মনোনয়ন পেয়েছেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তিনবারের ইউপি চেয়ারম্যান শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ ডি এম শহিদুল্লাহ। এই আসনের তিনবারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক মনোনয়ন পাননি। দলের নেতাকর্মীদের পাশ কাটিয়ে নিজের পছন্দের কতিপয় লোককে যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, জনবিচ্ছিন্নতা, দলের বাইরের লোক দিয়ে উন্নয়ন কর্মকা- পরিচালনা করে তৃণমূলে দলকে দুর্বল করা, জনবিচ্ছিন্নতা, বয়সের ভার ইত্যদি নানাবিধ কারণে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত শেরপুর-১ আসনে-১৪৩ (শেরপুর সদর উপজেলা) দলীয় মনোনয়ন পেয়েছেন ৫ বারের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক, শেরপুর-২ সংসদীয় আসনে- ১৪৪ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য বর্তমান সংসদ উপনেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং শেরপুর-৩ সংসদীয় আসন ১৪৫ (শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলা) এডিএম শহিদুল্লাহ মনোনয়ন পেয়েছেন। উল্লেখ্য, আসন্ন এ নির্বাচনে শেরপুর-১ আসনে দলের মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ ৯ জন মনোনয়ন প্রত্যাশি ছিলেন। শেরপুর-২ আসনে সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ চেয়ারম্যান আব্দুছ ছামাদ ফারুকসহ ৯ জন মনোনয়ন প্রত্যাশি ছিলেন। এছাড়া শেরপুর-৩ আসনে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ২১ বছরের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমসহ ২০ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন। তবে শেরপুর-১ ও শেরপুর-২ আসনে সাবেকদের প্রতিই আস্থা রেখেছে আওয়ামীলীগ। এদিকে শেরপুর-৩ আসন থেকে বাদ পড়েছেন ৩ বারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক। এদিকে দলের মনোনয়ন ঘোষণার পর জেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।
জনপ্রিয় সংবাদ