বিনোদন ডেস্ক: দুবাইয়ে বেড়াতে গিয়ে জ্বরে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী; অসুস্থতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এ অভিনেত্রী। কিছুদিন আগে সপরিবারে দুবাইয়ে গিয়েছিলেন মিমি। সেখানকার মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিতে ইন্সটাগ্রামে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে গিয়েই মিমি ভাইরাল জ্বরের কবলে পড়েন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। একটি কালো পোশাকে নিজের ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেছেন মিমি। ক্যাপশনে লিখেছেন, “ভয়ঙ্কর একটা ভাইরালের পর কিছু ভিটামিন ডি প্রয়োজন।” সদ্যই মুক্তি পেয়েছে মিমি অভিনীত সিনেমা ‘রক্তবীজ’। কলকাতার পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এ সিনেমায় মিমি চক্রবর্তীকে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা গেছে। ‘রক্তবীজ’-এ প্রথমবার মিমির সঙ্গে জুটিতে দেখা গেছে আবীর চট্টোপাধ্যায়কে। বর্ধমানের এসপি সংযুক্তা মিত্রর ভূমিকায় অভিনয় করেছেন মিমি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনসূয়া মজুমদার।
জনপ্রিয় সংবাদ


























