ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

চটেছেন পরিণীতি

  • আপডেট সময় : ০১:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: মেহেদির রঙ ছেড়ে যায়নি এখনো; এরই মধ্যে বেজায় চটেছেন নববধূ পরিণীতি চোপড়া। হিন্দুস্তার টাইমস বলেছে, সম্প্রতি বেশ কিছু ভুয়া সাক্ষাৎকার, বিবৃতি বিভিন্ন ইনস্টাগ্রাম ফ্যান পেজ থেকে তার নামে ছড়ানো হচ্ছে বলে দাবি পরিণীতির। তাই তাদের সতর্ক করে দিয়ে অভিনেত্রী বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন তিনি। নায়িকা ইনস্টাগ্রামে নিজের বক্তব্য জানিয়ে লেখেন, “আমি দেখছি বিভিন্ন শিল্পীদের ফ্যান পেজে, তাদের নামে আমার নকল বিবৃতি জুড়ে পোস্ট করছে। যেগুলি সবই ভুয়া। আমি এধরনের কোনও সাক্ষাৎকার/বিবৃতি দিইনি। “আমি কারোর প্রশংসা করিনি, অভিনন্দনও জানাইনি। আমি কিন্তু সব খেয়াল করছি। আপনাদের নামে রিপোর্ট করব। দয়া করে কিছু পোস্ট করার আগে গুগলে গিয়ে ফ্যাক্ট চেক করুন। দয়া করে কারোর মুখ কথা বসিয়ে দেবেন না।” পরিণীতি এই বক্তব্যে কারোর নাম উল্লেখ না করলেও নেটিজেনদের একাংশ মনে করছেন, পরিণীতি বোন মান্নারা চোপড়ার প্রসঙ্গে কথা বলেছেন। অর্থাৎ তিনি বোনের প্রশংসা করেছেন বলে যে কথা ছড়ানো হয়েছে, সেটা ঠিক নয়। পরিণীতির এ বক্তব্যে নানাবিধ মন্তব্য ছুড়ে দেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “এই জন্যই হয়ত মান্নারাও নিজের নামের সঙ্গে পরিণীতি, প্রিয়াঙ্কাদের নাম জড়াতে চাইছেন না।” কেউ আবার কটাক্ষের সুরে লিখেছেন, “মান্নারায় গ-গোল আছে, সেকারণে নিজের বোনেরাই ওকে সমর্থন করছে না। অথচ মান্নারা প্রিয়াঙ্কা, পরিণীতির নাম ভাঙিয়েই প্রচার পেতে চাইছেন।” মান্নারা চোপড়া হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতির ফুপাত বোন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চটেছেন পরিণীতি

আপডেট সময় : ০১:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: মেহেদির রঙ ছেড়ে যায়নি এখনো; এরই মধ্যে বেজায় চটেছেন নববধূ পরিণীতি চোপড়া। হিন্দুস্তার টাইমস বলেছে, সম্প্রতি বেশ কিছু ভুয়া সাক্ষাৎকার, বিবৃতি বিভিন্ন ইনস্টাগ্রাম ফ্যান পেজ থেকে তার নামে ছড়ানো হচ্ছে বলে দাবি পরিণীতির। তাই তাদের সতর্ক করে দিয়ে অভিনেত্রী বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন তিনি। নায়িকা ইনস্টাগ্রামে নিজের বক্তব্য জানিয়ে লেখেন, “আমি দেখছি বিভিন্ন শিল্পীদের ফ্যান পেজে, তাদের নামে আমার নকল বিবৃতি জুড়ে পোস্ট করছে। যেগুলি সবই ভুয়া। আমি এধরনের কোনও সাক্ষাৎকার/বিবৃতি দিইনি। “আমি কারোর প্রশংসা করিনি, অভিনন্দনও জানাইনি। আমি কিন্তু সব খেয়াল করছি। আপনাদের নামে রিপোর্ট করব। দয়া করে কিছু পোস্ট করার আগে গুগলে গিয়ে ফ্যাক্ট চেক করুন। দয়া করে কারোর মুখ কথা বসিয়ে দেবেন না।” পরিণীতি এই বক্তব্যে কারোর নাম উল্লেখ না করলেও নেটিজেনদের একাংশ মনে করছেন, পরিণীতি বোন মান্নারা চোপড়ার প্রসঙ্গে কথা বলেছেন। অর্থাৎ তিনি বোনের প্রশংসা করেছেন বলে যে কথা ছড়ানো হয়েছে, সেটা ঠিক নয়। পরিণীতির এ বক্তব্যে নানাবিধ মন্তব্য ছুড়ে দেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “এই জন্যই হয়ত মান্নারাও নিজের নামের সঙ্গে পরিণীতি, প্রিয়াঙ্কাদের নাম জড়াতে চাইছেন না।” কেউ আবার কটাক্ষের সুরে লিখেছেন, “মান্নারায় গ-গোল আছে, সেকারণে নিজের বোনেরাই ওকে সমর্থন করছে না। অথচ মান্নারা প্রিয়াঙ্কা, পরিণীতির নাম ভাঙিয়েই প্রচার পেতে চাইছেন।” মান্নারা চোপড়া হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতির ফুপাত বোন।