বিনোদন ডেস্ক: বাংলাদেশের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত প্রথম ওয়েব ধারাবাহিক বলা হয় ‘আগস্ট ১৪’-কে। যেটি নির্মাণ করেছিলেন নাটকের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। ওয়েব সিরিজটি তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিলো। আবারও এই নির্মাতার নির্দেশনায় আসছে নতুন একটি ওয়েব ফিল্ম, যেটির গল্প এই নির্মাতার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে! শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্মটির নাম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। ক্রাইম-থ্রিলার জনরার এই ফিল্মটিতে বাবা আর মেয়ের গল্প তুলে ধরেছেন নির্মাতা। এখানে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। আগেই এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানিয়েছেন, ফিল্মটি নির্মিত হয়েছে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়া থাকেন। একদিন সে তার বাবাকে ফোন দিয়ে বলে যে, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। সে বিষয়কে ঘিরেই সিনেমাটির গল্প।
‘সিন্ডিকেট’, ‘মায়াশালিক’ খ্যাত নির্মাতা শিহাব শাহীনের নতুন এই ওয়েব ফিল্মটি দর্শক বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকেই দেখতে পারবেন ওটিটি প্লাটফর্ম বিঞ্জে। মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘এই ওয়েব ফিল্মে আমার চরিত্রের নাম বিজয়া। ফিল্মের বেশির ভাগ দৃশ্য ছিল ফোনালাপের। আমার বেশ কিছু অংশের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। চিত্রনাট্য পড়ে ও নির্মাতার সঙ্গে কথা বলেই চরিত্রটি ধারণের চেষ্টা করেছি। এছাড়া এত এত অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করলে নতুন কিছু শেখা যায়।’ শহীদুজ্জামান সেলিম ও তাসনিয়া ফারিণ ছাড়াও অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।
যে সত্য ঘটনা সামনে আনছেন শিহাব শাহীন
ট্যাগস :
যে সত্য ঘটনা সামনে আনছেন শিহাব শাহীন
জনপ্রিয় সংবাদ


























