ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ঢাকায় যে স্বপ্ন পূরণ হয়েছে ইমনের

  • আপডেট সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বাংলাদেশে এসে রথ দেখা আর কলা বেচা দুটোই সেরেছেন কলকাতার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। দিন কয়েক আগে তিনি ঢাকায় আসেন কনসার্টে গাইতে। সে কাজ সারার পর ছোটোখাটো একটি আয়োজনে তার সঙ্গে দেখা হয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। এরপর দুজনে মিলে গেয়ে মাতিয়ে দেন এক সন্ধ্যা। চঞ্চলের সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতাকে ‘স্বপ্নপূরণ’ হিসেবে বর্ণনা করেছেন ইমন। ফেইসবুক ও ইনস্টাগ্রামে দুজনের গানের ভিডিও শেয়ার করে দীর্ঘ পোস্ট দিয়েছেন এই সংগীত শিল্পী। ইমন লিখেছেন, “বহুদিন পর বাংলাদেশ গিয়ে এত আনন্দ করলাম। আর এটা সম্ভব হল আমার বন্ধু স্বপ্নীলের জন্য। আমি আমাদের প্রজন্মের সেরা এবং গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে স্টেজ শেয়ার করতে পারলাম। একই সঙ্গে আমার সব থেকে পছন্দের গানটি গাইলাম তার সঙ্গে।“
চঞ্চলের সঙ্গে ইমন গেয়েছেন ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় ‘সাদা সাদা কালা কালা’ গানটি। গত বছর চঞ্চলের ‘হাওয়া’ মুক্তির পর গীতিকার ও সুরকার হাশিম মাহমুদের লেখা ‘সাদা সাদা কালা কালা’ গানটি মুখে মুখে ছড়িয়ে পড়ে। ঢাকা এবং কলকাতা দুই জায়গাতে ‘হাওয়া’ সিনেমা এবং গানটি দর্শক মাতায়। ইমনের গানের ভিডিওর পোস্টে একজন লিখেছেন, “বাংলাদেশ আপনার গান ভীষণ ভালোবাসে ইমন। আবার আসবেন।“
আরেকজনের মন্তব্য “যুগলবন্দির দারুণ একটা মুহূর্ত। আরও ভালো করুন ইমন। আহা কী সুন্দর গাইলেন আপনারা!’ মন্তব্য আরেকজনের। ‘আমার দুই পছন্দের মানুষ একসঙ্গে’ লিখেছেন আরেকজন। অভিনেতা চঞ্চল চৌধুরী নাটক-সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামীতে তাকে কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায় দেখা যাবে। ইতোমধ্যে এ সিনেমা লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালসহ একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেখানে ভারতীয় নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঢাকায় যে স্বপ্ন পূরণ হয়েছে ইমনের

আপডেট সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : বাংলাদেশে এসে রথ দেখা আর কলা বেচা দুটোই সেরেছেন কলকাতার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। দিন কয়েক আগে তিনি ঢাকায় আসেন কনসার্টে গাইতে। সে কাজ সারার পর ছোটোখাটো একটি আয়োজনে তার সঙ্গে দেখা হয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। এরপর দুজনে মিলে গেয়ে মাতিয়ে দেন এক সন্ধ্যা। চঞ্চলের সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতাকে ‘স্বপ্নপূরণ’ হিসেবে বর্ণনা করেছেন ইমন। ফেইসবুক ও ইনস্টাগ্রামে দুজনের গানের ভিডিও শেয়ার করে দীর্ঘ পোস্ট দিয়েছেন এই সংগীত শিল্পী। ইমন লিখেছেন, “বহুদিন পর বাংলাদেশ গিয়ে এত আনন্দ করলাম। আর এটা সম্ভব হল আমার বন্ধু স্বপ্নীলের জন্য। আমি আমাদের প্রজন্মের সেরা এবং গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে স্টেজ শেয়ার করতে পারলাম। একই সঙ্গে আমার সব থেকে পছন্দের গানটি গাইলাম তার সঙ্গে।“
চঞ্চলের সঙ্গে ইমন গেয়েছেন ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় ‘সাদা সাদা কালা কালা’ গানটি। গত বছর চঞ্চলের ‘হাওয়া’ মুক্তির পর গীতিকার ও সুরকার হাশিম মাহমুদের লেখা ‘সাদা সাদা কালা কালা’ গানটি মুখে মুখে ছড়িয়ে পড়ে। ঢাকা এবং কলকাতা দুই জায়গাতে ‘হাওয়া’ সিনেমা এবং গানটি দর্শক মাতায়। ইমনের গানের ভিডিওর পোস্টে একজন লিখেছেন, “বাংলাদেশ আপনার গান ভীষণ ভালোবাসে ইমন। আবার আসবেন।“
আরেকজনের মন্তব্য “যুগলবন্দির দারুণ একটা মুহূর্ত। আরও ভালো করুন ইমন। আহা কী সুন্দর গাইলেন আপনারা!’ মন্তব্য আরেকজনের। ‘আমার দুই পছন্দের মানুষ একসঙ্গে’ লিখেছেন আরেকজন। অভিনেতা চঞ্চল চৌধুরী নাটক-সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামীতে তাকে কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায় দেখা যাবে। ইতোমধ্যে এ সিনেমা লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালসহ একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেখানে ভারতীয় নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।