ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জনগণের মত নিলে আমি শতভাগ আশাবাদী: মাহি

  • আপডেট সময় : ১২:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: এবারও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে অংশ নিতে চান তিনি। গত উপনির্বাচনেও একই আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন এ অভিনেত্রী। কিন্তু ভোটের টিকিট পাননি। এবার নমিনেশন পাওয়ার আশা আছে কী? গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে মাহি জানালেন, জনগণের মতামত নিলে তিনি শতভাগ আশাবাদী নমিনেশন পাবেন। ‘অগ্নি’খ্যাত তারকা বলেন, আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইয়ের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। এরই মধ্যে সেখানে আমার পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। যারা এটা করেছেন, নিশ্চয়ই অন্তর থেকে চান আমি নমিনেশন পাই এবং তাদের সেবায় নিয়োজিত হই। তিনি বলেন, চাঁপাইয়ের স্থানীয় জনগণের মতামত নিয়ে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি শতভাগ আশাবাদী। কারণ কয়েক বছর ধরে আমি নিয়মিত এলাকার মানুষের সেবা করে আসছি, সুখে-দুঃখে তাদের পাশে থেকেছি। করোনার মধ্যেও জীবনবাজি রেখে বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, সাহায্য-সহযোগিতা করেছিলাম। সাধারণ মানুষ সেটা ভোলেননি। এখনো আমাকে তারা সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনগণের মত নিলে আমি শতভাগ আশাবাদী: মাহি

আপডেট সময় : ১২:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: এবারও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে অংশ নিতে চান তিনি। গত উপনির্বাচনেও একই আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন এ অভিনেত্রী। কিন্তু ভোটের টিকিট পাননি। এবার নমিনেশন পাওয়ার আশা আছে কী? গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে মাহি জানালেন, জনগণের মতামত নিলে তিনি শতভাগ আশাবাদী নমিনেশন পাবেন। ‘অগ্নি’খ্যাত তারকা বলেন, আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইয়ের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। এরই মধ্যে সেখানে আমার পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। যারা এটা করেছেন, নিশ্চয়ই অন্তর থেকে চান আমি নমিনেশন পাই এবং তাদের সেবায় নিয়োজিত হই। তিনি বলেন, চাঁপাইয়ের স্থানীয় জনগণের মতামত নিয়ে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি শতভাগ আশাবাদী। কারণ কয়েক বছর ধরে আমি নিয়মিত এলাকার মানুষের সেবা করে আসছি, সুখে-দুঃখে তাদের পাশে থেকেছি। করোনার মধ্যেও জীবনবাজি রেখে বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, সাহায্য-সহযোগিতা করেছিলাম। সাধারণ মানুষ সেটা ভোলেননি। এখনো আমাকে তারা সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেন।