ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য: রিজভী

  • আপডেট সময় : ০২:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কণ্টকমুক্ত করতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ভয় পাইয়ে দেওয়ার জন্য আওয়ামী শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদে দেশব্যাপী শুরু হয়েছে সরকারদলীয় সন্ত্রাসীদের ব্যাপক সহিংসতা ও নির্মম তা-ব। এরই ধারাবাহিকতায় গত রাতে মরহুম তরিকুল ইসলামের বাসভবনে অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা এবং আবারও প্রহসনের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাজসিংহাসন ধরে রাখতে শেখ হাসিনা এখন উন্মত্ত হয়ে উঠেছেন। বর্তমান শাসকগোষ্ঠীর নির্দয় অত্যাচারে বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষ এখন ভয় ও গভীর আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তবে জালিম সরকারের কবল থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়নের জন্য জনগণ এখন রাস্তায় নেমেছে। জনগণের বিজয় অর্জিত হবেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে মরহুম তরিকুল ইসলামের বাসভবনে ককটেল বিস্ফোরণকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে

দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য: রিজভী

আপডেট সময় : ০২:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কণ্টকমুক্ত করতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ভয় পাইয়ে দেওয়ার জন্য আওয়ামী শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদে দেশব্যাপী শুরু হয়েছে সরকারদলীয় সন্ত্রাসীদের ব্যাপক সহিংসতা ও নির্মম তা-ব। এরই ধারাবাহিকতায় গত রাতে মরহুম তরিকুল ইসলামের বাসভবনে অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা এবং আবারও প্রহসনের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাজসিংহাসন ধরে রাখতে শেখ হাসিনা এখন উন্মত্ত হয়ে উঠেছেন। বর্তমান শাসকগোষ্ঠীর নির্দয় অত্যাচারে বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষ এখন ভয় ও গভীর আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তবে জালিম সরকারের কবল থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়নের জন্য জনগণ এখন রাস্তায় নেমেছে। জনগণের বিজয় অর্জিত হবেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে মরহুম তরিকুল ইসলামের বাসভবনে ককটেল বিস্ফোরণকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।