ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

আরেকটি ভুয়া নির্বাচন করার পরিণতি ভালো হবে না: ১২ দলীয় জোট

  • আপডেট সময় : ১২:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১২ দলীয় জোটের নেতারা বলেছেন, বিশ্বের কাছে আমরা লজ্জিত এবং নিন্দিত। কারণ, বাংলাদেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানবাধিকার নেই। জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ সরকারের অধীনে আরেকটি ভুয়া নির্বাচন করার পরিণতি ভালো হবে না।
গতকাল রোববার দুপুরে রাজধানীর বিজয়নগরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে ১২ দলীয় জোট। মিছিল শেষে বিজয়নগর পানির ট্যাংকের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা এসব কথা বলেন। সমাবেশে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তফসিল বাতিলের দাবি জানানো হয়। নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়ার আগ্রহ দেখাতেন তাহলে সরকার দলীয় কার্যালয়ে ভোটের আমেজ আর বিএনপিসহ বিরোধী দলের কার্যালয়গুলোকে এতিমখানা বানিয়ে রাখতেন না! তালা ঝুলিয়ে দিতেন না। শীর্ষ নেতাসহ গণগ্রেফতার করতেন না। শিয়ালের কাছে মুরগি আর আওয়ামী লীগের কাছে সুষ্ঠু ভোট আশা করা যায় না। সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট হান্নান আহমেদ খান বাবলু প্রমুখ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আরেকটি ভুয়া নির্বাচন করার পরিণতি ভালো হবে না: ১২ দলীয় জোট

আপডেট সময় : ১২:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ১২ দলীয় জোটের নেতারা বলেছেন, বিশ্বের কাছে আমরা লজ্জিত এবং নিন্দিত। কারণ, বাংলাদেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানবাধিকার নেই। জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ সরকারের অধীনে আরেকটি ভুয়া নির্বাচন করার পরিণতি ভালো হবে না।
গতকাল রোববার দুপুরে রাজধানীর বিজয়নগরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে ১২ দলীয় জোট। মিছিল শেষে বিজয়নগর পানির ট্যাংকের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা এসব কথা বলেন। সমাবেশে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তফসিল বাতিলের দাবি জানানো হয়। নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়ার আগ্রহ দেখাতেন তাহলে সরকার দলীয় কার্যালয়ে ভোটের আমেজ আর বিএনপিসহ বিরোধী দলের কার্যালয়গুলোকে এতিমখানা বানিয়ে রাখতেন না! তালা ঝুলিয়ে দিতেন না। শীর্ষ নেতাসহ গণগ্রেফতার করতেন না। শিয়ালের কাছে মুরগি আর আওয়ামী লীগের কাছে সুষ্ঠু ভোট আশা করা যায় না। সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট হান্নান আহমেদ খান বাবলু প্রমুখ।