ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নির্বাচনের ট্রেন থামানোর ক্ষমতা বিএনপির নেই: কাদের

  • আপডেট সময় : ০৬:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। আর নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেলো তা থামানোর ক্ষমতা বিএনপির নেই।
গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সংলাপ বিষয়ে সিইসির বক্তব্য প্রশ্নে কাদের বলেন, ডোনাল্ড ল্যু আর সিইসির সংলাপের কথা এক নয়। দলের নির্বাচনি কার্যক্রম প্রশ্নে সাধারণ সম্পাদক বলেন, ১৭ নভেম্বর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওইদিন থেকেই বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আওয়ামী লীগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিম-লীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা।
তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকায় আ.লীগের আনন্দ মিছিল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। তিনি নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাগত জানিয়ে হর্ষধ্বনি দেন। এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। এদিন মাগরিবের আজানের আগ থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হতে তাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডে নেতাকর্মীরা। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে তারা অবস্থান নেন দলীয় কার্যালয়ের সামনে।
এছাড়া বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন নিয়ে স্লোগান দিতে থাকেন। তফসিলের ঘোষণা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মাইকে প্রচার করা হয়। নির্বাচনের তারিখ বলার পর প্রথমে ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের নেতৃত্বে মিছিল শুরু হয়। এরপর অন্যান্য সংগঠনগুলোর মিছিল হয়। মিছিলগুলো বঙ্গবন্ধু এভিনিউ, পীর ইয়ামেনী মার্কেট, জিরো পয়েন্ট হয়ে আবার বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়। এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তরা, ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় মিছিল করেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্বাচনের ট্রেন থামানোর ক্ষমতা বিএনপির নেই: কাদের

আপডেট সময় : ০৬:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। আর নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেলো তা থামানোর ক্ষমতা বিএনপির নেই।
গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সংলাপ বিষয়ে সিইসির বক্তব্য প্রশ্নে কাদের বলেন, ডোনাল্ড ল্যু আর সিইসির সংলাপের কথা এক নয়। দলের নির্বাচনি কার্যক্রম প্রশ্নে সাধারণ সম্পাদক বলেন, ১৭ নভেম্বর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওইদিন থেকেই বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আওয়ামী লীগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিম-লীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা।
তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকায় আ.লীগের আনন্দ মিছিল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। তিনি নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাগত জানিয়ে হর্ষধ্বনি দেন। এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। এদিন মাগরিবের আজানের আগ থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হতে তাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডে নেতাকর্মীরা। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে তারা অবস্থান নেন দলীয় কার্যালয়ের সামনে।
এছাড়া বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন নিয়ে স্লোগান দিতে থাকেন। তফসিলের ঘোষণা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মাইকে প্রচার করা হয়। নির্বাচনের তারিখ বলার পর প্রথমে ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের নেতৃত্বে মিছিল শুরু হয়। এরপর অন্যান্য সংগঠনগুলোর মিছিল হয়। মিছিলগুলো বঙ্গবন্ধু এভিনিউ, পীর ইয়ামেনী মার্কেট, জিরো পয়েন্ট হয়ে আবার বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়। এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তরা, ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় মিছিল করেন।