নিজস্ব প্রতিবেদক: পঞ্চম দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিরতি দিয়ে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
গতকাল সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সদস্যদের হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক, গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। হামলা ও সংঘর্ষের মধ্যে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ প-ের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চার দফায় ৯ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।
চতুর্থ দফা অবরোধে দুদিনে ১১ বাসসহ ১৪ বাহনে আগুন: বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের দুইদিনে ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। গত রোববার (১২ নভেম্বর) থেকে সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ‘উচ্ছৃঙ্খল জনতা’ কর্তৃক এসব বাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার (১৩ নভেম্বর) রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তালহা বিন জসিম বলেন, দুইদিনে ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুরে তিনটি, বরিশাল বিভাগে বরিশাল সদরে একটি, রাজশাহী বিভাগের নাটোরে একটি ও রংপুর বিভাগের দিনাজপুরে একটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি বাস, একটি নছিমন ও একটি ট্রাক পুড়ে যায়। তিনি আরও বলেন, এছাড়া ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ‘উচ্ছৃঙ্খল জনতা’ কর্তৃক অগ্নিকা- নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করেছে।