সাইদুল ইসলাম সাইদ :
দেশ টা লাশে ভরে,
এক সাথে বিষাদময়
দেশ টা করে তুলে।
হাসপাতালে তিল ঠাঁই নাই
আছে লাশের স্তূপ।
মানব জাতির কান্নায়
চক্ষুভরা জলে চুপ।
প্রাণের ভয়ে হতাশ সবে
বেঁচে থাকাই দায়,
যে ভাবে আসছে তেড়ে
করোনা ও ডেঙ্গু হায়!