মোঃ রতন ইসলাম : বুকটা কেঁপে উঠছে ফেপে
কঠিন ব্যধির ভয়,
কখন যে কি হয়?
এদিক কভিট নরকের কীট
করছে নাজেহাল,
জীবন হারায় তাল!
ওদিক মশা জটিল দশা
দিচ্ছে ডেঙ্গুজ্বর,
ঝড়ের ওপর ঝড়!
মাঝখানে এক লকডাউন ছ্যাঁক
আয়ে খাচ্ছি ধরা,
ক্ষুধার রাজ্যে খরা!
দিনেদিনে দাবছি ঋণে
যাচ্ছি ভুলে নিদ,
রোগাটে হয় হৃদ!