বিল্লাল মাহমুদ মানিক : তোমার কথা লিখতে লিখতে
কাগজ হয় যে শেষ,
কারও প্রতি তোমার মনে
ছিল না বিদ্বেষ।
তোমার কথা বলতে বলতে
রাত হয়ে যায় ভোর,
অনন্য এক মহামানব
তুমি জাতির নূর।
তোমারই গান গাইতে গাইতে
মৃত্যু এসে যায়,
তবুও তোমার গুণের বাণী
থাকেই ডানে-বায়।
লিখে-বলে-গেয়ে গুণের
যায় না করা শেষ,
বঙ্গবন্ধু তুমি মানেই
সোনার বাংলাদেশ।