আল আমিন মুহাম্মাদ :নদীর কাছে প্রশ্ন করি :
মুজিব কোথায় বল?
হরেক মাছের আনাগোনা
স্বচ্ছ নদীর জল।
মাঠের কাছে প্রশ্ন করি
মুজিব কোথায় থাকে?
চাষির মুখে হাসির ঝলক
সোনামাঠের বাঁকে।
পাখির কাছে প্রশ্ন করি
মুজিবকে ভাই চেনো?
কিচিরমিচির গানে সেতো
সকাল-সন্ধ্যা যেনো।
ফুলের কাছে প্রশ্ন করি
কই মুজিবের বাড়ি?
ফুলে-ফলে সুশোভিত
দাও বাগিচা পাড়ি।
মাটির কাছে প্রশ্ন করি
মুজিব তোমার ভাই?
মুজিব সারা বাংলাজুড়ে
মুজিব মরে নাই।