রাঙামাটি সংবাদদাতা : রাঙামাটি শহরের শান্তিনগর এলাকা থেকে যাত্রী ছাউনির সঙ্গে ঝুলানো অবস্থায় স্বপন বড়ুয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে শান্তিনগর এলাকার নতুন বাস স্টেশনের যাত্রী ছাউনির রেলিংয়ে ঝুলানো অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ধারণা কররা হচ্ছে তিনি নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত স্বপন বড়ুয়া রাঙামাটি দেবাশীষ নগর এলাকার বাসিন্দা অশোক কুমার বড়ুয়ার ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জনপ্রিয় সংবাদ