ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

তিন বিশ্বরেকর্ড গড়ে সোনাজয় জর্জিয়ার ভারোত্তলকের

  • আপডেট সময় : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ছেলেদের +১০৯ কেজি ওজন শ্রেণিতে তিন বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন জর্জিয়ার ভারোত্তলক লাশা তালাখাজে। এই ইভেন্টে রূপা পেয়েছেন ইরানের আলি দেভৌদি এবং ব্রোঞ্জ জিতেছেন সিরিয়ার আসাদ। প্রতিযোগিতায় সোনা জয়ের লড়াইয়ে পরিষ্কার ব্যবধানেই এগিয়ে ছিলেন লাশা। তিন-তিনটি বিশ্বরেকর্ড গড়া এই ভারোত্তলক নিজেকে কতটা উচ্চতায় তুলতে পারেন, দেখার ছিল সেটাই। জর্জিয়ান এই তারকা স্ন্যাচে ২২৩ কেজি তুলে বিশ্বরেকর্ড গড়েন। তারপর ক্লিন অ্যান্ড জার্কে ২৬৫ কেজি তুলে গড়েন দ্বিতীয় বিশ্বরেকর্ড। সবমিলিয়ে তার ৪৮৮ কেজি উত্তোলন তৃতীয় বিশ্বরেকর্ড। ইরানের আলি দেভৌদি স্ন্যাচে তুলেন ২০০ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ২৪১ কেজি। সবমিলিয়ে ৪৪১ কেজি তুলে রূপার পদক নিশ্চিত করেছেন ২২ বছর বয়সী এই ভারোত্তলক। ২০১৬ রিও অলিম্পিকে ১৫তম হয়েছিলেন সিরিয়ার আসাদ। এবার তার ক্যারিয়ারে বড় সাফল্য ধরা দিয়েছে। সবমিলিয়ে ৪২৪ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন এই ভারোত্তলক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

তিন বিশ্বরেকর্ড গড়ে সোনাজয় জর্জিয়ার ভারোত্তলকের

আপডেট সময় : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : ছেলেদের +১০৯ কেজি ওজন শ্রেণিতে তিন বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন জর্জিয়ার ভারোত্তলক লাশা তালাখাজে। এই ইভেন্টে রূপা পেয়েছেন ইরানের আলি দেভৌদি এবং ব্রোঞ্জ জিতেছেন সিরিয়ার আসাদ। প্রতিযোগিতায় সোনা জয়ের লড়াইয়ে পরিষ্কার ব্যবধানেই এগিয়ে ছিলেন লাশা। তিন-তিনটি বিশ্বরেকর্ড গড়া এই ভারোত্তলক নিজেকে কতটা উচ্চতায় তুলতে পারেন, দেখার ছিল সেটাই। জর্জিয়ান এই তারকা স্ন্যাচে ২২৩ কেজি তুলে বিশ্বরেকর্ড গড়েন। তারপর ক্লিন অ্যান্ড জার্কে ২৬৫ কেজি তুলে গড়েন দ্বিতীয় বিশ্বরেকর্ড। সবমিলিয়ে তার ৪৮৮ কেজি উত্তোলন তৃতীয় বিশ্বরেকর্ড। ইরানের আলি দেভৌদি স্ন্যাচে তুলেন ২০০ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ২৪১ কেজি। সবমিলিয়ে ৪৪১ কেজি তুলে রূপার পদক নিশ্চিত করেছেন ২২ বছর বয়সী এই ভারোত্তলক। ২০১৬ রিও অলিম্পিকে ১৫তম হয়েছিলেন সিরিয়ার আসাদ। এবার তার ক্যারিয়ারে বড় সাফল্য ধরা দিয়েছে। সবমিলিয়ে ৪২৪ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন এই ভারোত্তলক।