নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাসিরুল ইসলাম খান রানা, বনানী থানা ছাত্রদলের সহ-সভাপতি লুৎফর রহমান বাবর এবং বাড্ডা থানা ছাত্রদল নেতা রাকিবুল হাসানকে ৩০ অক্টোবর রাতে বাসা থেকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার আটকের চার দিন অতিবাহিত হতে চললেও তাদের হদিস পাওয়া যাচ্ছে না। এখনও আদালতেও পাঠানো হয়নি তাদের। এমনটিই অভিযোগ করেছেন আটককৃতদের স্বজন এবং ছাত্রদল নেতারা। ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আইন অনুযায়ী আটকের পর কোর্টে সোপর্দ করার নিয়ম। কিন্তু আজ চার দিন হতে চললেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
আটককৃতদের পরিবারের সদস্যরা স্বজনদের খোঁজে ডিবি কার্যালয় এবং বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ধরনা দিচ্ছেন বলে জানান জাহাঙ্গীর।